তোমার তরে কাঁদি | Baby Najnin | Tomar Tore Kandi | New Islamic Gojol | নতুন গজল ২০২২
Title : Tomar Tore Kandi
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Music : Pritam
Audio & Video : Baby Najnin
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Label : BN Studio
Song Lyrics :
দাও গো দেখা ইয়া রাসুলাল্লাহ
দাও গো দেখা ইয়া হাবিবাল্লাহ
তোমার তরে কাঁদি গো জারেজার
এসে একবার দিও আকা দিদার
জানি হার আশিকের তুমি মুক্তার
এসে একবার দিও আকা দিদার
উম্মাতের ভলোবাসায় দুনিয়ায়
শত কষ্ট তুলে নিলে মাথায়
দোজাহানের বাদশা হয়ে তুমি
কাটালে জীবন পথেরই ধূলায়
হুর ফেরেস্তার বসে যেত বাজার
শুধু চুমতে কদম মুস্তাফার
চন্দ্র সূর্য আর গ্রহ তারা
তোমার প্রেমে সবাই মাতোয়ারা
পাহাড় পর্বত ঝর্ণা সাগর নদী
তোমার প্রশংসায় রয় নিরবধি
সবার সরকার ও হাবিবে আকবার
তোমার আসন আশিকেরী অন্তর
এস এম নজরুল ব্যকুল হয়ে থাকে
তোমার ছবি এই দিলেতে আঁকে
তার একটাই প্রার্থনা খোদাকে
মরনে রয় ঐ নাম যেন মুখে
জান্নাত জাহান্নাম পরওয়া করেনা
শুধু হতে চায় নবীর দিওয়ানা