গান: তোমার প্রেমের রঙ

কথা: আব্দুল্লাহ আল কাফী

সুর: মশিউর রহমান 

অ্যালবাম: আলোর প্রভা

পরিবেশনায়: সাইমুম কিশোর বিভাগ


-------------➤ লিরিক্স


আমি তোমার প্রেমের রঙ হৃদয়ে মেখে

তোমার গুনগান গেয়ে যাই

তোমার প্রেমে পাগল হয়ে

আমার এ গান শুধু গেয়ে যাই।


আকাশের তারারা মিটিমিটি জ্বলে

তোমার নূরের ছোঁয়া চাঁদ বুকে নিয়ে

জোসনা ঢালে

আমার হৃদয়ে দাও তোমারি আলো

সে আলোতে এ জীবন হবে রোশনাই।


সূর্যের আলোতে এ ভুবন হাসে

পাহাড় দাঁড়িয়ে আছে কত বছর ধরে

তোমার ইশারাতে

তোমার করুণায় ভরা এ পৃথিবী

তোমার প্রেমে মন রাঙ্গাতে চাই।

-----------------------------------------------------------------------------------------------------

সাইমুমের জনপ্রিয় ইসলামী গান | Tomar Premer Rong | তোমার প্রেমের রঙ | Saimum Shilpigosthi |আলোর প্রভা


Saimum Shilpigosthi Official
আমার প্রিয় বাবা আমি লিরিক্স-Notun Chader Hasi Lyrics
মদিনায় ফুটলো প্রেমের ফুল লিরিক্স-Madinay Futlo Premer Ful
মনের মিনারে শহীদী আজান | MONER MINAR | মনের মিনার | SAIMUM SHILPIGOSTHI
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে লিরিক্স-protidin kete jay mago tumi bine lyrics.
I Am Muslim-মুসলিম -হুমায়রা আফরিন ইরা
মন মাঝি খবরদার আমার তরী যেন ভেড়ে না Mon Majhi । Nawshad Mahfuz
মালিক রে ভুলিয়া লিরিক্স-Malikre Vulia Kalarab
তুমি এলে কামলীওয়ালা | Tumi Ele Kamliwala lyrics
খোঁটা দিয়ে কথা বলা লিরিক্স-Khota diye kotha bola Lyrics-Lal Foring Album
ও মদিনার বুলবুলি লিরিক লিরিক্স-O modinar bulbuli lyrics