Holy Tune presents Islamic Song : চমৎকার নতুন গজল । Allahu Akbar । আল্লাহু আকবার । Fazle Elahi Sakib । Bangla Gojol
Song : Allahu Akbar
Singer : Fazle Elahi Sakib
Lyric : Jubayer Alam
Tune : H Ahmed
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Director : Muhammad Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Lyric
তোমার নামে যায় কেটে যায়-
রাতের কালো আধার,
দিকে দিকে পাই-
খুঁজে পাই মহিমা তোমার।
তোমার নামে যায় কেটে যায়-
রাতের কালো আধার,
দিকে দিকে পাই-
খুঁজে পাই মহিমা তোমার।
বেকুল হৃদয় যায় শুনে যায়-
তাসবীহ চারিধার,
বেকুল হৃদয় যায় শুনে যায়-
তাসবীহ চারিধার।
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
মধুর হাসি দিলে চাঁদে,
চোখের নিদ্রা অবসাদে......
মধুর হাসি দিলে চাঁদে,
চোখের নিদ্রা অবসাদে।
তাঁরায় তাঁরায় একে দিলে,
দূর আকাশের পান........
দূর আকাশের পান....
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
যায় বয়ে ঝর্ণা নদী,
তোমার নামে নিরবধি......
যায় বয়ে ঝর্ণা নদী,
তোমার নামে নিরবধি......
চোখ জুড়ানো দিলে কত,
সাগর ও পাহাড়-
সাগর ও পাহাড়।
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
রহম দুয়ার দিলে খুলে
সাজলো জমিন ফুলে ফলে........
রহম দুয়ার দিলে খুলে
সাজলো জমিন ফুলে ফলে......
পিপাসাতে মিষ্টি পানি,
ক্ষুধায় দাও আহার.......
ক্ষুধায় দাও আহার.....
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার-
আল্লাহু আকবার।