Holy Tune presents Islamic Song : মাহফুজুল আলমকে নিয়ে গজল গেয়ে কাঁদলো কলরব শিল্পীরা | Hridoye Mahfuz | হৃদয়ে মাহফুজ | Mahfuzul Alam
Song : Hridoye Mahfuz
Singer : Ahmod Abdullah, Omar Abdullah, Elias Amin, Tawhid Jamil & Salman Sadi
Lyric : Husain Al Hafiz
Tune : Ahmod Abdullah
Record Label : Holy Tune Studio
Video Director : Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Lyrics
তোমার জন্য হাসির গোলাপ, কত আলাপের ইচ্ছে
তোমার জন্য মনে জমা প্রেম চোখের জলে ভিজছে
তোমার জন্য হাসির গোলাপ, কত আলাপের ইচ্ছে
তোমার জন্য মনে জমা প্রেম চোখের জলে ভিজছে
তোমার জন্য কত গান জমা, সুরের হাওয়ায় উড়ছে
তোমার জন্য হাজার কবিতা মনের আগুনে পুড়ছে
তোমার জন্য বিরহের তীর হৃদয়ের আলে বিঁধছে
তোমার জন্য বিরহের তীর হৃদয়ের আলে বিঁধছে
মনের উঠোন ভিজছে, মাহফুজ
তোমায় ছোঁবার ইচ্ছেরা আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমার জন্য চেয়ার খালি, তোমার জন্য কামরা
তুমি একা নও, পাশেই আছি তোমার জন্য আমরা
তোমার জন্য আমাদের মন রুটিন করে কাঁদছে
তোমার জন্য আমাদের মন রুটিন করে কাঁদছে
তোমার জন্য চায়ের কাপটা ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে
তোমার জন্য আকাশ কালো, সব আয়োজন মিথ্যে
মনের উঠোন ভিজছে, মাহফুজ
তোমায় ছোঁবার ইচ্ছেরা আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমার জন্য আগামীর কত জমিয়ে রাখা গল্প
বলতে গিয়েও হয়নি বলা, ভেবেছি বলবো বলবো
তোমার জন্য হারিয়ে গেল হাসবার যত ফন্দি
খোলা বাতাসের বিষাদ কালোয় দু'চোখ ক্যামেরাবন্দি
অতীতের যত স্মৃতিমাখা দিন জমানো মনের স্তম্ভে
একবার এসো, তোমার জন্য একটু হলেও কমবে
তোমার জন্য গোছানো জীবন মেঘেরা ঢেকে দিচ্ছে
মনের উঠোন ভিজছে, মাহফুজ
তোমায় ছোঁবার ইচ্ছেরা আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা আজ হৃদয় ভেঙে দিচ্ছে