মনের মতো গজলটি শুনুন - Baby Najnin - তোমার দয়া আছে খোদা
Title : Tomar Doya Ache Khoda
Artist : Baby Najnin
Lyrics : Farrukh Ahmed
Tune : Abdul Latif
Camera : Asad Madani
Audio & Video : SMN Productions
Released : BN Official
Song Lyrics : 👇👇
তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে,
তোমার দয়া দাও ছড়িয়ে মাগরিবে, মাশরিকে ।।
স্রষ্টা তুমি সৃষ্টি করো
মহান কৃপা দৃষ্টি করো
দাও সাজিয়ে আলোর ফুলে
আকাশ পৃথিবীকে ।।
মহিমা আর শক্তি তোমার কেউ জানেনা কত,
তোমার দয়ার প্রকাশ দেখি আমরা অবিরত
প্রভু তুমি লালন করো
স্নেহের নীড়ে পালন করো
ফুল পাখী আর পতঙ্গ কীট
সকল প্রানীকে ।।