গান: তোমাকে বুঝিতে পারি
কথা, সুর ও শিল্পী:
তাফাজ্জল হোসাইন খান
লিরিক্স:
তোমাকে বুঝিতে পারি,
শক্তি আমার কই,
যতটুকু বুঝাও তুমি,
তার অধিক নই।
আকাশ বাতাস পাহাড় নদী,
চাঁদসী তারা সাগর জলধি,
কত রুপে সাজাইলে,
অবাক চেয়ে রই।
জান সবার ভিতর বাহির,
ডাকলে কেহ হও তুমি হাজির,
গাফেল আমি হতভাগা,
ডাকতে পারলাম কই।
জীবন যখন দিলে প্রভূ
তোমার দুনিয়ায়
হেদায়েতের পথে রেখে
করিও বিদায়।
সৃষ্টি তোমার নয় অকারণ,
জ্ঞানীরা পায় শত নিদর্শন,
রাসূল দিলে সরল পথের,
পথিক যেন হই।
অসীম মায়ায় করছো লালন,
নেই কেহ নেই এমন আপন,
রিযিক দিলে রাশি রাশি,
শোকর করি কই।