গান: তোমাকে বুঝিতে পারি

কথা, সুর ও শিল্পী:

তাফাজ্জল হোসাইন খান

লিরিক্স:

তোমাকে বুঝিতে পারি, 

শক্তি আমার কই,

যতটুকু বুঝাও তুমি, 

তার অধিক নই।


আকাশ বাতাস পাহাড় নদী,

চাঁদসী তারা সাগর জলধি,

কত রুপে সাজাইলে, 

অবাক চেয়ে রই।


জান সবার ভিতর বাহির,

ডাকলে কেহ হও তুমি হাজির,

গাফেল আমি হতভাগা, 

ডাকতে পারলাম কই।


জীবন যখন দিলে প্রভূ 

তোমার দুনিয়ায়

হেদায়েতের পথে রেখে 

করিও বিদায়।


সৃষ্টি তোমার নয় অকারণ,

জ্ঞানীরা পায় শত নিদর্শন,

রাসূল দিলে সরল পথের,

পথিক যেন হই।


অসীম মায়ায় করছো লালন,

নেই কেহ নেই এমন আপন,

রিযিক দিলে রাশি রাশি,

শোকর করি কই।

তুমি তাউফিক দিয়ো প্রভু মোরে লিরিক্স-Tumi Tawfiq Dio
সালাত - জাইমা নূর Jaima Noor - SALAT
ওরে মায়ের মতোন এতো আপন কোথাও পাবেনা- ore Maayer moton ato apon kothao pabena
মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina
রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস লিরিক্স-Roja Mane Noyto Sudhu Thaka Upobas
একাকি গহীন মনে কে ডাকে আমায় লিরিক্স
মাগো আমার অনেক কিছু জানা হলো না - Mago Amar Onek Kichu | Saimum
পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও লিরিক্স
কান্না চলে আসার মত গজল | Kafon Amar Apon | কাফন আমার আপন | Hujaifa Islam, Kalarab, Holy Tune
শোনো শোনো ইয়া এলাহী আমার মুনাজাত লিরিক্স- Shono shono eya elahi amar munajat lyrics