Song : Tawba

Singer : Habibullah

Lyric : Saif Siraj

Tune : Abu Rayhan

Record Label : Holy Tune Studio


Lyrics in Bengali:


মাওলা….মাওলা….ইয়া মাওলা

রাশি রাশি রহম তুমি করেছো নাজিল

শত শত বিপদ মাবুদ করেছো বাতিল (২বার)


শত নাফর মানি করি প্রতিদিন

ক্ষমার রহম তবু করো সীমাহীন

কুমন্ত্রণা দিয়ে যায় আজাজিল


তাওবা আমার প্রভু করোনা বাতিল

তাওবা আমার প্রভু করোনা বাতিল


তুমি ওপার দয়াময় হে প্রভু মহীয়ান

শত দয়ার করুনা সব তোমার দান

আমি অবুঝ হয়ে পাপের পথে যাই

তবু চাইলেও আমি তোমার দয়া পাই

গোনার দাগে হয় না যেন

পাথর আমার দিল

কুমন্ত্রণা দিয়ে যায় আজাজিল


তাওবা আমার প্রভু করোনা বাতিল

তাওবা আমার প্রভু করোনা বাতিল


ইবাদাতে বসে নামো যায় নামাজে ঘুম

উৎসবে জেগে উঠি হয় যে খুশির ধুম

রাত্রি কাটাই করে শুধু ঘুমের আয়োজন

তবুও তুমি রাখো আমার সুখে সারাক্ষন

কাল হাসতে করে দিও সব হিসাবের মিল

কুমন্ত্রণা দিয়ে যায় আজাজিল


তাওবা আমার প্রভু করোনা বাতিল

তাওবা আমার প্রভু করেছো বাতিল

তাওবা আমার প্রভু করেছো বাতিল

Holy Tune