জাতীয় পথশিশু দিবসের গান | স্বপ্ন ছড়িয়ে দাও | Swapno Choriye Daw | পথশিশুদের নিয়ে গান | Saimum

প্রতিটি শিশুই ফুলের কলির মতোই 
ফুল হয়ে ফুটবার প্রহর গুনে 
পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায়
জীবনটা রাঙ্গাবার স্বপ্ন বুনে।।     

তবে কেন বস্তির এই শিশুটি
আলোর মিছির থেকে নিয়েছে ছুটি
আঁধারের গলিপথে ঘুরছে চাকা
চঞ্চচল চোখ দুটি কেন ফাঁকা
কোন সে ডাকিনির মায়ার টানে 
কোন সে ডাকিনির মায়ার টানে।।  

একটু সোহাগ দিয়ে সকাল সাঝে
ওদের জড়িয়ে নাও বুকের মাঝে
হৃদয় ভরিয়ে দাও নতুন আশা
উজাড় করে দাও ভালোবাসা
স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোনে
স্বপ্ন যে ডানা মেলে সবার মনে।।  

কথা: বোরহান মাহমুদ
সুর: লুৎফর হাসান

পথশিশুদের নিয়ে গজল, পথশিশু জিনিয়া, পথশিশুদের জীবন, পথশিশুদের ছবি, পথশিশু পুনর্বাসন কার্যক্রম, পথশিশুদের নিয়ে গান, পথশিশুদের ঈদ, পথশিশু রানার গান, পথশিশু কলরব, শিশুদের গান, street children, পথ শিশুদের নিয়ে গান, পথশিশুদের, জাতীয় পথশিশু দিবসের গান, স্বপ্ন ছড়িয়ে দাও, Swpno Choriye Daw
এই দুটি চোখ দিয়েছো বলে লিরিক্স -Ei Duti Chokh Diyecho Bole lyrics
রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া । নুসাইবা জাহান নিসার গান। Nusaiba Jahan Nisa
জনতার খোলা চিঠি-কবি মুহিব খান
মাটির দেহ মাটি হবে-Matir Deho Mati Hobe
ছয়টি ঋতুর খেলা লিরিক্স-Chhoyti ritur khela | Motiur Rahman Mollik Lyrics
সুবহানাকা আল্লাহুমা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহুম্মাগফিরলি
নবী দিবসের সর্বশ্রেষ্ঠ ডুয়েট গজল | Baby Najnin & Arif Sagar | নূরওয়ালা এসেছে | Rabiul Awal Special
আমার গানের ভাষা জীবনের সাথে যেন লিরিক্স-Amar Ganer Bhasa
পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও লিরিক্স
উঠে চাঁদ আকাশে- Uthe Chand Akashe