জাতীয় পথশিশু দিবসের গান | স্বপ্ন ছড়িয়ে দাও | Swapno Choriye Daw | পথশিশুদের নিয়ে গান | Saimum
প্রতিটি শিশুই ফুলের কলির মতোই
ফুল হয়ে ফুটবার প্রহর গুনে
পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায়
জীবনটা রাঙ্গাবার স্বপ্ন বুনে।।
তবে কেন বস্তির এই শিশুটি
আলোর মিছির থেকে নিয়েছে ছুটি
আঁধারের গলিপথে ঘুরছে চাকা
চঞ্চচল চোখ দুটি কেন ফাঁকা
কোন সে ডাকিনির মায়ার টানে
কোন সে ডাকিনির মায়ার টানে।।
একটু সোহাগ দিয়ে সকাল সাঝে
ওদের জড়িয়ে নাও বুকের মাঝে
হৃদয় ভরিয়ে দাও নতুন আশা
উজাড় করে দাও ভালোবাসা
স্বপ্ন ছড়িয়ে দাও চোখের কোনে
স্বপ্ন যে ডানা মেলে সবার মনে।।
কথা: বোরহান মাহমুদ
সুর: লুৎফর হাসান
পথশিশুদের নিয়ে গজল, পথশিশু জিনিয়া, পথশিশুদের জীবন, পথশিশুদের ছবি, পথশিশু পুনর্বাসন কার্যক্রম, পথশিশুদের নিয়ে গান, পথশিশুদের ঈদ, পথশিশু রানার গান, পথশিশু কলরব, শিশুদের গান, street children, পথ শিশুদের নিয়ে গান, পথশিশুদের, জাতীয় পথশিশু দিবসের গান, স্বপ্ন ছড়িয়ে দাও, Swpno Choriye Daw