Holy Tune presents Islamic Song : শিশুশিল্পীদের মনকাড়া গজল । Arober Dulal । আরবের দুলাল । New Bangal Islamic Song
Song : Arober Dulal
Singer : Jahidul Islam Shawon, Rifat Rohman, Sifat Rohman
Lyric : Jafor Ahmad Rabi
Tune : Yeasin Hayder
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Faruk Tahir
Mentor : Muhammad Badruzzaman
Lyrics
আ আ আ (মোহাম্মদ সাল্লাল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহ)
আ আ আ (মোহাম্মদ সাল্লাল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহ)
আ (মোহাম্মদ সাল্লাল্লাহ)
শোন শোন আকাশের চাঁদ তারারা করছে যে উৎসব
শোন শোন বাগানের ফুলপাখিদের মিষ্টি কলরব
শোন শোন আকাশের চাঁদ তারারা করছে যে উৎসব
শোন শোন বাগানের ফুলপাখিদের মিষ্টি কলরব
বাতাসে দোল খাওয়া ঢেউ দিচ্ছে নদীর বুকেতে কাঁপন
বাতাসে দোল খাওয়া ঢেউ দিচ্ছে নদীর বুকেতে কাঁপন
এলো এলো যে আরবের দুলাল মোহিত করতে ভুবন
এলো এলো যে আরবের দুলাল মোহিত করতে ভুবন
দিকে দিকে মিনার থেকে হলো এলান, এলো হয়রত
দিকে দিকে মিনার থেকে হলো এলান, এলো হয়রত
তামাম জাহান হলো সৃজন উছিলায় নবী রহমান
সকালের সুর্য উঠা ভোর ডাকে আয় বেঁধে শতদল
সকালের সুর্য উঠা ভোর ডাকে আয় বেঁধে শতদল
তলোয়ার বাদ্য আলাইনার সুরে গাইতে খুসির গজল
তলোয়ার বাদ্য আলাইনার সুরে গাইতে খুসির গজল
এলো এলো যে আরবের দুলাল মোহিত করতে ভুবন
এলো এলো যে আরবের দুলাল মোহিত করতে ভুবন
বুঝে বুঝ দিল সেনানী খিল হবে শুদ্ধ চরাচর
বুঝে বুঝ দিল সেনানী খিল হবে শুদ্ধ চরাচর
জাহেলি আকদ হবে দূর পরবাস মিথ্যে বালুচর
দিগন্ত কোল জুড়ে আলোকা ভাসে প্রিয় মুহাম্মদ
দিগন্ত কোল জুড়ে আলোকা ভাসে প্রিয় মুহাম্মদ
কালামে রাব্বে কাবার মরজির নাম পূর্ণ অনুবাদ
কালামে রাব্বে কাবার মরজির নাম পূর্ণ অনুবাদ
এলো এলো যে আরবের দুলাল মোহিত করতে ভুবন
এলো এলো যে আরবের দুলাল মোহিত করতে ভুবন
এলো এলো যে আরবের দুলাল মোহিত করতে ভুবন