Holy Tune presents Islamic Song : এই প্রথম বাবার গজল ছেলের কণ্ঠে । Somadhan । সমাধান । Galib Bin Azad । Aynuddin Al Azad
Song : Somadhan
Singer : Galib Bin Azad
Lyric & Tune : Aynuddin Al Azad
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Tawhid Jamil
সমাধান চাও যদি জীবনে মরণে
ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২
সমাধান
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা । ২
যদি মেনে নাও তুমি মনে প্রাণে।
সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে
ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২
সমাধান
এযে চির অম্লান চির মুক্তির ডাক,
এ যে মহাবাণী খোদায়ী কালামে পাক ।২
এই দুনিয়া আর সেই দুনিয়া ।২
শান্তি পাবে তুমি দু-জাহানে।
সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে
ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২
সমাধান
এ বাণী সকলের নয় শুধু মুমিনের,
যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের । ২
ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো । ২
অশান্তি দুর করে শান্তি আনে।
সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে
ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা । ২
যদি মেনে নাও তুমি মনে প্রাণে।
সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে
ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে । ২
সমাধান