রহমতের মাস | Rohmoter Mash

 কথা: আবু তাহের বেলাল

সুর: সাইফুল্লাহ মানসুর

------------------------------------- 

 ****** লিরিক্স ******

অশ্লীলতা দূর করে দাও

না বলে দাও নগ্নতাকে,

মনে প্রাণে কাজে লাগাও

বিশুদ্ধতার পথে খাটাও

       রোজার পূত লগ্নটাকে।।


ধরলে সিরাত সরল সোজা

নেক নিয়াতে রাখলে রোজা,

রোজা তো হয় জাহান্নামের ঢাল

ফাগুন ফাগুন হয় আগামী কাল।

রাইয়‍্যানেরই দুয়ার খোলে-

         দীপ্ত রাখো স্বপ্নটাকে।।


শালীনতার চর্চা বাড়াও

কুফুর শিরিক দূরে তাড়াও,

কোরআন সুন্নার সবক নিয়ে

   জাহিলিয়া রুখে দাঁড়াও।...


ভালো কাজের দাওগো আদেশ

দাও ছড়িয়ে রোজার আবেশ,

নিষেধ করো মন্দ যতো কাজ

নাওগো পরে মুত্তাকীনের সাজ।

জুলুম শোষণ সয়ে যাবার

          সাহস যেন রপ্ত থাকে।।

আগুন লেগেছে মনে লেগেছে জীবনে - আবু উবায়দা
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর লিরিক্স-Tomer sistri jodi hoy eto sundor Lyrics
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি-Padma meghna jamunar tire amra shibir gorechi lyrics
প্রভু, শুকরিয়া জানাই লিরিক্স-Shukriya janai Lyrics
আমার আখি ফাকি দিয়ে লিরিক্স-Ma Amar Akhi Faki Diye
সময়ের সেরা জ্বালাময়ী গজল। Sajao Tomar Desh। সাজাও তোমার দেশ। Muhib Khan। Kalarab Shilpigosthi
নতুন ইসলামী সংগীত । Ami Chaina Bachte - Kalarab । Abu Rayhan And Mahfuzul Alam
মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina
শোনো ও মউত তুমি একটু থেমে যাও-Shono O Mout Tumi akto theme jao
আমার নবীর ভালোবাসা -Amar Nabir Valobasa