রহমতের মাস | Rohmoter Mash
কথা: আবু তাহের বেলাল
সুর: সাইফুল্লাহ মানসুর
-------------------------------------
****** লিরিক্স ******
অশ্লীলতা দূর করে দাও
না বলে দাও নগ্নতাকে,
মনে প্রাণে কাজে লাগাও
বিশুদ্ধতার পথে খাটাও
রোজার পূত লগ্নটাকে।।
ধরলে সিরাত সরল সোজা
নেক নিয়াতে রাখলে রোজা,
রোজা তো হয় জাহান্নামের ঢাল
ফাগুন ফাগুন হয় আগামী কাল।
রাইয়্যানেরই দুয়ার খোলে-
দীপ্ত রাখো স্বপ্নটাকে।।
শালীনতার চর্চা বাড়াও
কুফুর শিরিক দূরে তাড়াও,
কোরআন সুন্নার সবক নিয়ে
জাহিলিয়া রুখে দাঁড়াও।...
ভালো কাজের দাওগো আদেশ
দাও ছড়িয়ে রোজার আবেশ,
নিষেধ করো মন্দ যতো কাজ
নাওগো পরে মুত্তাকীনের সাজ।
জুলুম শোষণ সয়ে যাবার
সাহস যেন রপ্ত থাকে।।