বাবার সাথে মেয়ের গজল । Shuno Mumin Musolman । শুনো মুমিন মুসলমান । Muhammad Badruzzaman । Kalarab
গানঃ শুনো মুমিন মুসলমান
গায়কঃ মুহাম্মদ বদরুজ্জামান
গীতিকারঃ হোসেন নূর
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান
রেকর্ড লেবেল: হলি টিউন স্টুডিও
সাউন্ড ডিজাইনঃ খিজির মুহাম্মদ
ভিডিও পরিচালকঃ এইচ আল হাদী
মেন্টরঃ সাঈদ আহমদ ও মুহাম্মদ বদরুজ্জামান
শোনো মুমিন মুসলমান
তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন
শোনো শোনো মুসলমান
তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন
কোরআন তোমার পথে দিশা মুছে দিবে অমানিশা
তোমার পথে দিশা মুছে দিবে অমানিশা
জীবনজুড়ে আনবে ভয়ে শান্তি সুখের বান...
শোনো শোনো মুসলমান
তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন (২)
কোআন হলো রবের কালাম জান্নাতেরি সুর
যার সিনাতে কুরআন থাকে হাসে হৃদয় দুই কুল (২)
হরফ জুরে কি যে মধু পড়লে কুরআন নেকি শুধু (২)
জেগে উঠে গোনার বারে ঘুমিয়ে থাকা প্রাণ....
শোনো শোনো মুসলমান
তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন (২)
যার বুকেতে নেইরে কুরআন ধূসর তাহার মন
পদে পদে পাপ হলে তার হয়রে আলাপন (২)
কুরআন ছাড়া জীবন বিফল জাহান্নামি হয় ফলাফল (২)
বুকের ভিতর বাজে যদি অন্য সূরের তান....
শোনো শোনো মুসলমান
তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন (৩)