বৈচিত্র্যময় ছয় ঋতু নিয়ে সাইমুমের পরিবেশনা | ষড় ঋতুর দেশ | Shoro Ritur Desh | মাহজুবা | Saimum | 2022


গানঃ ষড় ঋতুর দেশ
কথাঃ রফিকুজ্জামান
সুরঃ খোন্দকার নুরুল আলম

****** লিরিক্স ******

গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত
ছয়টি পাখি ছয়টি রুপে এসে বাংলাদেশে
ছয়টি সুরে করে ডাকাডাকি।।

রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে,
গ্রীষ্ম এসে কয়,
নতুন পথে চলতে হবে,
ভাঙ্গিয়ে দিলাম ভয়।
বৃষ্টি নূপুর পড়ে বর্ষা এসে
মেঘের কাজল দিয়ে সাজাই আঁখি।।

নদীর দুটি কূল, সাদা সাদা ফুল,
দুলিয়ে কাশের বন,
শরত্ পাখি ঘরে আসার, জানায় নিমন্ত্রন।
ধানের ক্ষেতে সোনার ফসল দোলে
পড়ায় হেমন্তকে সোনার রাখী।।

গুড়ি গুড়ি বায়, হিমের কাঁথা গায়,
দাঁড়িয়ে কুয়াশায়,
পাতা ঝরা শীতের ছোঁওয়া,
কাঁপিয়ে দিয়ে যায়।
ফুলের মেলায় এসে বসন্ত রাজ
রঙে রুপে করে মাখামাখি।।
জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায় লিরিক্স-jolse agun a buk jhure lyrics
ঢাকা শহর আজব ঢাকা- Dhaka shohor Ajob Dhaka
হৃদয় ছোঁয়া মায়ের গজল I O Ma Amar I ও মা আমার
সমসাময়িক ইসলামিক গজল | Baby Najnin | মুসলিম আজ নামে শুধু
আমার জীবন শূন্য করে মায়ার বাঁধন ছিন্ন করে Amar Jibon Shunno Kore
বালাগাল উলাবি কামালিহি- Balaghal Ula bi Kamaalihi
রমজানের বাছাইকৃত নতুন গজল । Ramadan Selected Song | Kalarab Ramjan Gojol
এ জীবনে নবী ছাড়া আমি কিছু বুঝিনা- A Jibone Nabi Chara ami kishu bujina
মাদরাসা জিন্দা রাখো লিরিক্স-Madrasa Zinda Rakho Mohib Khan
রমাদান সুবহানআল্লাহ - Ramadan Subhanallah