কলমা নিয়ে চমৎকার একটি গজল | Baby Najnin | Kolma Porte Daw | কলমা পড়তে দাও | New Gojol
Title : Shono O Mout Tumi
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
শোনো ও মউত তুমি একটু থেমে যাও
নবীজির ঈস্কে ডুবে কলমা পড়তে দাও
মায়ার এ বাঁধন কেটে মত্ত হতে দাও
এ কলমার হকিকত শোনোনা
এ কলমাতে লুকিয়ে আছে গুপ্ত খাজানা
এ কলমার হরফ দিয়ে সাজতে আমায় দাও
পান্জাতনের পাঁচটি ফোটা ফুল
এ কলমাতে মিশে আছে সারা মাখলেকুল
এ কলমার নাম নিশানায় থাকতে আমায় দাও
এ কলমায় আছে নূরী আয়না
প্রীয় নবীর দিদার পেলে দোজখী হয়না
এ কলমার আশিক আমি ভয় কেন দেখাও
এস এম নজরুল ভয়ে না মরি
ইললাল্লার তরী চড়ে দেব যে পাড়ি
এ কলমার নকশাখানা সিনায় আঁকতে দাও