দাজ্জাল আসিবে এবার | Baby Najnin | Dajjal Asibe Ebar | New Gojol 2022 | নিউ গজল
Title : Shono Momin Imandaar
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : O.P.Nayyar
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
শোনো মোমিন ঈমানদার দাজ্জাল আসিবে এবার
খোদা বলে দাবী করে সে দেখাবে হুঙ্কার
লম্বা চওড়া দেহ যে তার এক চোখ হবে কানা
কাফের লেখা থাকবে কপালে চিনতে ভুলোনা
সে বলবে জান্নাত যদি চাও আমায় খোদা মেনে নাও
আমার কাছেতে সবি পাবে যা তোমার দরকার
ঈমান লুটতে হাজার রকম লোভ সে দেখাবে
কাফের বানিয়ে গোলাম করে বন্দী বানাবে
যদি মারতে চায় তোমায় জান দিও বিনা দ্বিধায়
জেনো হায়াত মউতের মালিক আল্লাহ তোমার
এস এম নজরুল আমল যদি খাঁটি তোমার থাকে
জান দিও হাসি হাসি ঈমান বেঁচোনা তাকে
ঈমান থাকবে যার সিনায় আল্লাহ হবে তার সহায়
আল্লার পরীক্ষায় পাশ যে করে ভয় কিছু নেই তার