New Official Video 2023

Holy Tune presents Islamic Song : সেলফি নিয়ে সময়ের সেরা নতুন গজল । Selfie । সেলফি । Sayed Ahmad Kalarab । সমসাময়িক সংগীত ২০২২   


Song : Selfie

Lyric, Tune & Singer : Sayed Ahmad

Music Director : Tanjim Reza

Record Label : Holy Tune Studio

Video Director : H AL Haadi

Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman


Lyric


কোন জামানায় পড়লাম রে মোবাইল সব খাইলো রে

আদব-আখলাক যা ছিলো সব উইরা গেলো রে

ঠান্ডা-কাশি জ্বরের রোগ করে এখন অভিযোগ


কী এমন সুখ পাইলি তোরা আমায় ভুইলা রে

এখন আর কোন রোগ-টোগ নাই

আসল রোগটা বইলা ফালাই (২বার)


নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে

নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে

সেলফি ভাইরাস আইলো একালে

সেলফি ভাইরাস আইলো একালে


ও সেলফি ভাইরাস আইলো দেশে নাই কাজ

লোকজন তোলে সেলফি

মোবাইল দিয়ে সারাটা দিন

নারে-নারে-নারে-নরে


ঘর থেকে যা শুরু কইরা মসজিদেতে আছে

খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে

কী খাইলো আর কী পড়িলো এটাও তোলে সেলফি


ফেসবুকেতে আপলোড দিয়া লাগায় শুধু ভেলকি

মায়ের সাথে বোনের সাথেও গলা-গলি সেলফি

গার্লফ্রেন্ড থাকলে কথায় তো নাই না তুললে আর হয় কী?


এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রোগ করছে বেসালাম

এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রোগ করছে বেসালাম


দিন যত যায় ততোই রোগী বাড়ছে এক তালে

দিন যত যায় ততোই রোগী বাড়ছে এক তালে

সেলফি ভাইরাস আইলো একালে

সেলফি ভাইরাস আইলো একালে


রোড ঘাটেতে কত মানুষ এক্সিডেন্টে মরে

আমরা তখন সেলফি তুলে জানান দেই পোষ্ট করে

১০ জন ঘিরে থাকলে ৯ জন সেলফি তোলাই বিজি

আহত লোক মারা যেতে এই কারনটাই ইজি


চোখের সামনে ঝগড়া-ঝাটি করে যদি কেউ

থামাবো তো দূরের কথা সেলফি তোলাই ব্যস্ত

এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রোগ করছে বেসালাম

এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রোগ করছে বেসালাম


দিন যত যায় ততোই রোগী বাড়ছে এক তালে

দিন যত যায় ততোই রোগী বাড়ছে এক তালে

সেলফি ভাইরাস আইলো একালে

সেলফি ভাইরাস আইলো একালে


যাকাত-সদকাহ অনুদান যদি কেহ করে

১ কেজি চাউল দিয়া সেলফি তোলে মোবাইল ভরে

ফেসবুকেতে পোষ্ট করে চায় শুধু লাইক শেয়ার

কমেন্ট বক্সেও মেলে তখন হরেক সেলফির বাহার


হাফেজ-আলেম,মুফতি-ইমাম বাদ নাই যে কেহ আর

ছাত্র-শিক্ষক,ডাক্তার,নেতা, উকিল আর ব্যারিস্টার


যেই লোক যেমন সেলফিও তেমন, ভালো খারাপ দেখতে কেমন

যেই লোক যেমন সেলফিও তেমন, ভালো খারাপ দেখতে কেমন


সবকিছু আজ জাস্টিফাই হয় ফেইসবুক ওয়ালে

সবকিছু আজ জাস্টিফাই হয় ফেইসবুক ওয়ালে

সেলফি ভাইরাস আইলো একালে

সেলফি ভাইরাস আইলো একালে


ও সেলফি ভাইরাস আইলো দেশে নাই কাজ


লোকজন তোলে সেলফি মোবাইল দিয়া সারাটাদিন

নারে-নারে-নারে-নারে

মসজিদে নামাজে গেলে সেলফি ইবাদাতে

এতেকাফে বসে সেলফি কোরআন তেলাওয়াতে

সভা-সমাবেশ কি বাবয়ানের মাহফিলে

বক্তা-শ্রোতা সবাই এখন সেলফির দখলে।


হজ্জ-উমরাহ করতে গিয়ে আদব-আখলাক ভুলে

আল্লাহর ঘরকে সামনে রেখে শুধুই সেলফি তুলে


এই হলো আজ আমলের হাল সেলফি রোগ করছে বেসামাল

এই হলো আজ আমলের হাল সেলফি রোগ করছে বেসামাল


দিন যত যায় ততোই রোগী বাড়ছে এক তালে

দিন যত যায় ততোই রোগী বাড়ছে এক তালে

সেলফি ভাইরাস আইলো একালে

সেলফি ভাইরাস আইলো একালে


আমি বলি ভালো কাজের সেলফি তুলো যেমন

খারাপ কাজটা করার সময় সেলফি তুলো তেমন

দুর্নীতিবাজ দুর্নীতিতে চোর চুরিতে সেলফি

মানুষ যখন ঠকাও তখন হয়ে যাক না সেলফি


তাহলেই তো চেনা যাবে কে খারাপ কে ভালো

সমাজটাকেও গড়া যাবে দিয়ে ন্যায়ের আলো

আযথায় আর সেলফি নয়,দূর করতে সব অবক্ষয়

আযথায় আর সেলফি নয়,দূর করতে সব অবক্ষয়


এই সমজটাকে পাল্টে দিবো কোরআনের আলোয়

এসো করি আজ প্রত্যয়

এসো করি আজ প্রত্যয়

এসো করি আজ প্রত্যয়

এসো করি আজ প্রত্যয়

Holy Tune