রহমতের মাস | Rohmoter Mash

কথা ও সুরঃ তোফাজ্জল হোসাইন খান

------------------------------------- 

 ****** লিরিক্স ******

বছর ঘুরে এলো ফিরে 

রহমতেরই মাস আবার 

পাপের গ্লানি মুছে দিতে 

সুযোগ দিলেন পরওয়ারদিগার।।


আমরা সবাই পাপ দরিয়ায় 

ডুবে আছি উপায় কি হায়

তুমি বিনে আর কে জানে 

চাই নিশিদিন ক্ষমা তোমার।।


রহম করম  মাগফিরাতের 

আল-কোরআনের মাস

দিন থাকিতে নে গুছিয়ে 

কর ওপারের চাষ। 


ভ্রান্ত পথের গ্লানি ভুলে 

আয় কোরআনের ছায়াতলে 

নাজাতের মাস যায় ডেকে যায় 

হারাসনে তুই সুযোগ অপার।।

স্বপ্ন আমার যত মনের মাঝে লিরিক্স-Shopno Amar Joto Moner Majhe
রাসুলের অপমানে চুপ কেনো | Rasuler Opomane
একা আজ এই কবরে- Aka Aj Ai Kobore
অশান্তিতে জ্বলছে এ দেশ-Oshantite Jolche A Desh
নবীজি আমাদের বড়ই শানওয়ালা- Nabiji Amader Boroi Shanwala
সুরের কুমকুম - Surer Kumkum | Abu ubayda
হৃদয় বীণা তোমার নামে তাসবী জপে শুধু লিরিক্স-Hridoybina Gojol by Humayra Afrin Era
অনাবিল সুখের পরশে হাসছে হৃদয় পাড়া লিরিক্স Ya Ramadan | ইয়া রমাদান | Kalarab Shilpigosthi
সব একদিন হয়ে যাবে শেষ-Sob Ekdin Hoye Jabe Shesh
আছে কিছু মানুষ-Ache Kichu Manush