রহমতের মাস | Rohmoter Mash
কথা ও সুরঃ তোফাজ্জল হোসাইন খান
-------------------------------------
****** লিরিক্স ******
বছর ঘুরে এলো ফিরে
রহমতেরই মাস আবার
পাপের গ্লানি মুছে দিতে
সুযোগ দিলেন পরওয়ারদিগার।।
আমরা সবাই পাপ দরিয়ায়
ডুবে আছি উপায় কি হায়
তুমি বিনে আর কে জানে
চাই নিশিদিন ক্ষমা তোমার।।
রহম করম মাগফিরাতের
আল-কোরআনের মাস
দিন থাকিতে নে গুছিয়ে
কর ওপারের চাষ।
ভ্রান্ত পথের গ্লানি ভুলে
আয় কোরআনের ছায়াতলে
নাজাতের মাস যায় ডেকে যায়
হারাসনে তুই সুযোগ অপার।।