শিশুকণ্ঠে মজার গান | রিম ঝিম ঝিম বর্ষা | RIM JHIM JHIM BORSHA | RAINY SONG | SAIMUM KIDS SONG|সাইমুম

গান: রিম ঝিম ঝিম বর্ষাতে
কথা ও সুর: সাইফুল আরেফীন
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

রিমঝিম ঝিম বর্ষাতে 
উঠোন বাড়ি স্যাঁতসেঁতে
পুকুর ডোবায় ব্যাঙের ডাক 
মদন ঘুমায় ডাকিয়ে নাক।।

ইলিশ ভাজির সুগন্ধে
লাল পড়ে যায় অজান্তে 
যদি হয় ব্যাড হেডেক
বাতাবি নেবু খান দুয়েক।।

সৃষ্টি ছাড়া বৃষ্টিতে
যদি পড়েন সর্দিতে
কিংবা জ্বর ও কাশিতে
মুক্তি পাবে নিশ্চিতে
সরষে তেলের সোহবতে।।

ড্রেসাপ রেডি ফুলভাই সাব
একগাদা ব্যস্ততা বাপরে বাপ
যেইনা নামে ঝুপ ঝুপ ঝাপ
ব্যস্ততা সব থাক পড়ে থাক।।
রহম চাদর আবু উবায়দা - লিরিক্স-Rohom Chador Lyrics
কে সৃজিল আকাশ বাতাস লিরিক্স-Ke Srijilo Akash Batash
চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর
মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা Ma- go Nawshad Mahfuz
তার নিয়ামতের শুকরিয়া লিরিক্স-Tar Niamoter Shukria
কে তুমি কি নাম তোমার - Baby Najnin - হৃদয়ছোঁয়া বাংলা গজল - Official Video
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লিরিক্স-Amar Jibon Amar Moron lyrics
নামাজকে বলো না কাজ আছে লিরিক্স
বিশ্ব ইজতেমা নিয়ে নতুন গজল | Ijtemay Cholo | ইজতেমায় চলো | Kalarab | Holy Tune | Iztema Song
সালাত কায়েম করো লিরিক্স- Salat kayem koro lyrics