রাসুল সাঃ এর অপমানে সাইমুমের প্রতিবাদী গান | Rasuler Opomane | রাসুলের অপমানে | Saimum Shilpigosthi

গান:রাসুলের অপমানে চুপ কেনো

কথা:জাকারিয়া আল হোসাইন

সুর:সাইমুম টিম

শিল্পী:এ কে জিলানী,সাঈদ সুমন
জাহিদুল ইসলাম
ফয়সাল আহমেদ
নিয়ামুল হোসাইন
মাহমুদান নাবিন

অডিও:
ধানশালিক স্টুডিও

সাউন্ড ডিজাইন:
মোহাম্মাদ মুবিন

এডিট:
সাইফুল ইসলাম মামুন

গ্রাফিক্স:
নাজমুল বিন আশশাব

ব্যবস্থাপনা:
সাঈদ সুমন
জাহিদুল ইসলাম
হাদিউজ্জামান বুলবুল
আতাউর রহমান
মোরশেদুল ইসলাম
নিয়ামুল হোসাইন
ওমর ফারুক আবির
রাআদ ইজামা
আবু ওবায়দা
আহসানুজ্জামান তানভীর
রাফি পাটোয়ারী

আইটি ব্যবস্থাপনা:
ফয়সাল আহমেদ
সাইফুল ইসলাম মামুন

বিশেষ কৃতজ্ঞতা:
রাশেদুল ইসলাম
রাজিবুর রহমান
এইচ রহমান
আব্দুল্লাহ আল নোমান
এবং সাইমুমের সাবেক পরিচালকবৃন্দ

সহ.পরিচালনায়:
এ.কে জিলানী

পরিচালনায়:
আতিক তাশরীফ

-----------------------------------------------------------------
রাসূলের অপমানে চুপ কেন তুমি
কোথায় আজ বিপ্লবী ঈমানের ভূমি 
হৃদয়ের ক্যানভাসে  উঁচু করো শির
আল্লাহু আকবার তোলো তাকবির। 

ভীতু হয়ে ওরা সব জড়ো হয়ে থাক
আমাদের হুংকারে লুকিয়ে পালাক;
রাসূলের অপমান সইবো না আর
প্রয়োজনে পৃথিবীটা কাঁপবে আবার।
আওয়াজ তোল- আজ, আওয়াজ তোলো
দেঙে দাও জালিমের বাদশাহি নীড়।

যখন এ পৃথিবীটা ঘোর অমানিশা
তিনি এসে দিয়েছেন আলোকের দিশা;
আমাদের প্রিয়নবী আমাদের জান
তাঁর তরে সব কিছু দেবো কোরবান।

রাসূলের অপমানে কথা বলে আর
এ ধরাতে নব কেউ পাবে নাকো পার;
জেগে আছি শত-কোটি তাঁর উম্মাত 
সইবো না আর কোন ঘাত-প্রতিঘাত।
আওয়াজ তোলো- আজ, আওয়াজ তোলো
ভেঙে দাও জালিমের বাদশাহি নীড়।
আমার কাবা আমার আকা-Amar Kaba Amar Aqa
পৃথিবী আমার আসল ঠিকানা নয় লিরিক্স-prithibi amar asol thikana noy Lyrics
দারুণ একটি দেশের গান । Ei Padma Ei Maghna । Fazle Elahi Sakib
পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে লিরিক্স-Somoyer Kofin
চলো মাগো নিয়ে আমায় - Cholo Mago Niye Amai
জায়নামাজে দাঁড়িয়ে রাতে | Jaynamaje dariye rate lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
Madina Madina I শ্রুতিমধুর গজল I Students of Kalarab Sylhet
তোমরা থাকো খুব আরামে যে দালানের পাচ তলাই লিরিক্স-Tomra Thako Khub Arame
আছে কিছু মানুষ-Ache Kichu Manush
তোমার রহমের শিশির কনা লিরিক্স - Tomar rohomer shishir kona