Islamic Song : নতুন ইসলামি সংগীত । Rasuler Prem । রাসুলের প্রেম । Abdullah Al Kawsar । Bangla Islamic Song   


Song: Rasuler Prem

Singer : Abdullah Al Kawsar

Lyric: Jubair Sifat

Tune: H Ahmed

Record Label: Holy Tune Studio

Video Director : Faruk Tahir 

Audio Credit: Holy Tune


Rasuler Prem Lyrics রাসুলের প্রেম লিরিক্স


যার প্রেমে মেতেছিল পৃথিবীর সব ,

করেছিল যার নামে পাখি কলরব ।

যার তরে এসেছিল কোরআন কিতাব, 

তার মতো নেতার আজ বড়ই অভাব 

যার পদধূলি পড়ে আরশে আজীম। 


ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম, 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম। 


প্রভু গায় যার নামে দরুদের গান 

এই পাপি এনেছে তাহাতে ইমান, 

প্রভু গায় যার নামে দরুদের গান 

এই পাপি এনেছে তাহাতে ইমান। 


যার থুথু সাহাবারা মুখে নিলো গিলে 

সেই প্রেম দাও প্রভু আমাদের দিলে 

যার প্রেমে খুশি হন মহা-মহিন। 


ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম, 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম। 


কেউ নেই পার পাবে সুপারিসহীন 

সারাক্ষন হই তার প্রেমেতে বিলীন, 

কেউ নেই পার পাবে সুপারিসহীন 

সারাক্ষন হই তার প্রেমেতে বিলীন। 


যার প্রেমে চায়া দেয় মেঘ আকাশে 

প্রেমে যার মজে যান প্রভু আরশে 

তার মতো জ্বলবেনা কোনো দিন। 


ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম, 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম 

ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম।।

মুহাম্মাদের সা. দল লিরিক্স | MOHAMMADER DOL Lyrics
ইস করম কা করুন শুকর কৈসে আদা-Is Karam Ka Karoon Shukr Kaise Ada (Baby Najnin)
এই ফরিয়াদ তোমার কাছে করি ওগো প্রভু লিরিক্স-Ei Foriad
রহমতের মাস এলো লিরিক্স-হুমায়রা আফরিন ইরা
ঘুম মানে মৃত্যুর চুম । জাইমা নূর
আমি তোমার মতন আপন করে - জাইমা নূর
মদিনায় ফুটলো প্রেমের ফুল লিরিক্স-Madinay Futlo Premer Ful
Sami Yusuf - You Came To Me LYRICS -সামি ইউসুফ এর গজল
এলো শবেবরাত -Shabe-E-Barat
O Muslim | মুসলিম ঐক্যের সংগীত | Studio Video by Kalarab