Islamic Song : নতুন ইসলামি সংগীত । Rasuler Prem । রাসুলের প্রেম । Abdullah Al Kawsar । Bangla Islamic Song
Song: Rasuler Prem
Singer : Abdullah Al Kawsar
Lyric: Jubair Sifat
Tune: H Ahmed
Record Label: Holy Tune Studio
Video Director : Faruk Tahir
Audio Credit: Holy Tune
Rasuler Prem Lyrics রাসুলের প্রেম লিরিক্স
যার প্রেমে মেতেছিল পৃথিবীর সব ,
করেছিল যার নামে পাখি কলরব ।
যার তরে এসেছিল কোরআন কিতাব,
তার মতো নেতার আজ বড়ই অভাব
যার পদধূলি পড়ে আরশে আজীম।
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম,
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম।
প্রভু গায় যার নামে দরুদের গান
এই পাপি এনেছে তাহাতে ইমান,
প্রভু গায় যার নামে দরুদের গান
এই পাপি এনেছে তাহাতে ইমান।
যার থুথু সাহাবারা মুখে নিলো গিলে
সেই প্রেম দাও প্রভু আমাদের দিলে
যার প্রেমে খুশি হন মহা-মহিন।
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম,
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম।
কেউ নেই পার পাবে সুপারিসহীন
সারাক্ষন হই তার প্রেমেতে বিলীন,
কেউ নেই পার পাবে সুপারিসহীন
সারাক্ষন হই তার প্রেমেতে বিলীন।
যার প্রেমে চায়া দেয় মেঘ আকাশে
প্রেমে যার মজে যান প্রভু আরশে
তার মতো জ্বলবেনা কোনো দিন।
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম,
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম
ইন্নাকালা আ'লা খুলুকিন আ'জীম।।