Holy Tune presents Islamic Song : রমজানের নতুন গজল । Ramjan Elore । রমজান এলোরে । Kalarab । Holy Tune । Ramadan Song
Song : Ramjan EloreSinger : Yeasin Haydar, Ahnaf Khalid
Jahidul Islam & Nasrullah Irfan
Lyric : Salah Uddin Alvi
Tune : Ahmod Abdullah
Record Label : Holy Tune Studio
Video Director : Tanvir Hasan
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Lyric
পশ্চিমের ও, নীল আকাশে আলোর মিছিল ঐ,
তারার গায়ে দুলছে জোনাক করছে যে থৈথৈ- 2
ভাসছে নিখিল ধরাটা আজ অনন্ত সুরে।
রমজান এলো, রমজান এলো, রমজান এলো রে-2
হাঁসছে সারা জাহান আজই ত্যাগের মহিমায়।
খোদার হুকুম করছে পালন,
খোদার হুকুম করছে পালন মুমিন ও বান্দায়।
শুকনো ঠোঁটে উঠেছে কাঁপন,
শুকনো ঠোঁটে উঠেছে কাঁপন, উষ্ণ যিকিরে।
রমজান এলো, রমজান এলো, রমজান এলো রে-2 ,
উঁচু-নিচু থাকবেনা আজ রবে নাযাত পাপ।
তারাবিতে দাড়াবে সব
তারাবিতে দাড়াবে সব, কাঁধে মেলাই কাঁধ।
দাসত্ব আজ করবে বরণ
দাসত্ব আজ করবে বরণ, সিজদাতে পরে।
রমজান এলো, রমজান এলো, রমজান এলো রে-2
সকল পাপের অবসান আজ হবে সু-নিশ্চিত।
ইবলিস আজই যাবে হেরে
ইবলিস আজই যাবে হেরে, মোদের হবে জিত।
খুললো যে আজ ক্ষমার দুয়ার,
খুললো যে আজ ক্ষমার দুয়ার সকলের তরে।
রমজান এলো, রমজান এলো, রমজান এলো রে-2
রমজান এলো, রমজান এলো, রমজান এলো রে-2