New Official Video 2023

Holy Tune presents Islamic Song : শিশুশিল্পীর কন্ঠে নতুন গজল । Rabke Bhalobashi । রবকে ভালবাসি । Ahmad Sabbir । Bangla Gojol 2022  


Song: Rabke Bhalobashi  

Singer: Ahmad Sabbir

Co-Artist: Omar Abdullah 

Lyric: Hossain Noor

Tune: Muhammad Badruzzaman

Record Label: Holy Tune Studio 

Video Director: Abu Bakar Siddik


Lyric


রবের প্রিয় হব বলে নেক কাজেতে আসি

গুনাহ ছেড়ে দ্বীনের পথে ফিরে ফিরে আসি ।


রবের প্রিয় হব বলে নেক কাজেতে আসি

গুনাহ ছেড়ে দ্বীনের পথে ফিরে ফিরে আসি ।


রবের খুশি মোদের খুশি আমরা নেকের চাষি।

রবকে ভালবাসি মোরা,রবকে ভালবাসি

রবকে ভালবাসি মোরা ,রবকে ভালবাসি ।


ঝগড়া বিবাদ হিংসা লোভে কলুষ যে হয় হৃদয়

করলে গীবত নেক আমলের হয় যে শুধুই ক্ষয় । (২ বার)


অমন দিলে রবকে পাওয়া যায় না কাছাকাছি ।

রবকে ভালবাসি মোরা, রবকে ভালবাসি

রবকে ভালবাসি মোরা ,রবকে ভালবাসি।


মুচকি হেসে বললে কথা প্রতিবেশীর সাথে

সেখানেও পূর্ণ্য ঝরে রবের ইবাদতে।

মুচকি হেসে বললে কথা প্রতিবেশীর সাথে

সেখানেও পূর্ণ্য ঝরে রবের ইবাদতে।


মানলে কোরআন দিলে বসে জোসনা রাশি রাশি

রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি

রবকে ভালবাসি মোরা রবকে ভালবাসি।


রবকে ভালবাসি মোরা, রবকে ভালবাসি

রবকে ভালবাসি মোরা ,রবকে ভালবাসি। (৪ বার)

Holy Tune