Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC02Adspw2K1veZkHW4TBvOw/join
নবী দিবসের সর্বশ্রেষ্ঠ ডুয়েট গজল | Baby Najnin & Arif Sagar | নূরওয়ালা এসেছে | Rabiul Awal Special
Title : Noor Wala Eseche
Artist : Baby Najnin & Arif Sagar
Lyrics : SM Nazrul
Tune : Farhan Ali Qadri
Camera : Asad Madani
Audio : SMN Studio
Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
নূরওয়ালা এসেছে আধাঁর আলোয় ভরেছে
চারিধারে একই সুরে সবাই মেতে উঠেছে
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলআল্লা
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবআল্লা
আরশ যারে পরশ ভরে রেখে ছিল যত্নেতে
হারিয়ে তারে আর্যু করে আল্লাপাকের সামনেতে
আল্লা তখন বলে এখন এমন করে কেঁদোনা
তোমার মতন সারা ভুবন আমার বন্ধুর দিওয়ানা
তার প্রেমে যে পড়েছে সেই তো আমায় পেয়েছে
চারিধারে একই সুরে সবাই মেতে উঠেছে
জীবরীল আমিন কয় আল-আমিন
আপনি যে ঐ বেমিশাল
আপনি সাগর নদী আপনি তরী আপনি হাল
আপনি জোয়ার আপনি ভাটা আপনি হাসি কান্নাতে
যেদিক তাকাই দেখি আপনায়
আরশ ফারশ সিদরাতে
যে আপনাকে চিনেছে জীবন অর্পন করেছে
চারিধারে একই সুরে সবাই মেতে উঠেছে
ছন্দ ঠাসা নেই মোর ভাষা প্রশংসা তার কি করি
সব আধুরা তারে ছাড়া এই কথা বলতে পারি
নামাজ রোজা কলমা জাকাত যা কিছু ঐ এবাদাত
সবি এনে দিলো জেনে রাখো আমার মুহাম্মাদ
এস এম নজরুল লিখেছে নবী সিনায় এঁকেছে
চারিধারে একই সুরে সবাই মেতে উঠেছে