মন জুড়ানো একটি হামদ - Baby Najnin - রাব্বে কাবা - নিউ গজল 2021 - Official Video
Title : Rabbe Kaba
Artist : Baby Najnin
Lyrics : Mohammad Abdul Hannan(BD)
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
আমার জন্য আছে প্রভা ধারে রাব্বে কাবা,
দেখিনিতো চোখের তারায় আসমানী শোভা ।
যেথায় নামে আল্লা তালার রহমত নিশিদিন,
নূরেতে হাজীর হৃদয় যেথা হয় রঙিন,
আল্লার রহমের ফেরেস্তা সেথায় করে সভা।
আমার এত ভালো লাগে প্রিয় কাবা শরিফ,
তোমার গিলাফ চুমে চুমে করবো আল্লার তারিফ,
আমার মনে বড় আশা সেথায় করবো তওবা ।
তোমার কোণেতে যে আছে হাজরে আসওয়াদ,
আমি চুমবো কালো পাথর চুমেছেন যে মুহাম্মদ ,
তোওয়াফ করে বলবো আল্লাহ দেন জান্নাতি জবা ।