Holy Tune presents Islamic Song : হৃদয় ছোঁয়া চমৎকার গজল । Rabbana Anta Mawlana । Kalarab Shilpigosthi । New Bangla Islamic Song is sung on Allah's Aqida . by
Song : Rabbana Anta Mawlana
Singer : Ahnaf Khalid, Jahid Hasan, Fazle Elahi Sakib, Galib Bin Azad & Others
Lyric & Tune : Imtiaz Masrur
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Director : H Al Haadi
Lyric
আমি কণ্ঠে তুলেছি তব নাম (৩ বার)
হৃদয়ে গেঁথেছি তোমার যিকির,
জীবন সপেছি তোমার রাহে,
তোমার প্রিয় করে নিও, ওগো মহিয়ান
রব্বানা-আনতা মাওলানা
রব্বানা-আনতা ওয়ালুনা
রব্বানা-আনতা মাওলানা
রব্বানা-আনতা আখিরুনা (ঐ
শূন্য থেকে,পূর্ণ করো
পূর্ণতাকে করো আবার বিলীন (২)
জীবনের যত আয়োজন,কত প্রয়োজন
অপার মমতা মেখে করেছো দান,মহিয়ান
রব্বানা-আনতা মাওলানা
রব্বানা-আনতা ওয়ালুনা
রব্বানা-আনতা মাওলানা
রব্বানা-আনতা আখিরুনা (ঐ)
আলো থেকে,আঁধার আনো
আঁধার ভূবন করো আলোয় রঙ্গীন (২)
জীবনের চাওয়া-পাওয়া,ভাঙ্গা-গড়া
তোমার চাওয়ার মতো মেনে নিলাম,মহিয়ান
রব্বানা-আনতা মাওলানা
রব্বানা-আনতা ওয়ালুনা
রব্বানা-আনতা মাওলানা
রব্বানা-আনতা আখিরুনা (ঐ)