কুরআন মধুর বানী ৩ | Baby Najnin | Quran Modhur Bani 3 | New Gojol
Title : Quran Modhur Bani 3
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Record Label : SMN Studio
Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
কুরআন যেজন পড়ে যায়
দুজগতে শান্তি পায়
চলা সহজ হয়ে যায়
রহমত বরকতে ভরা
হবে সবার সেরা
যারা আমলে কাটায়
খাজানাতে ভরে কুরআনের ভেতরে
যা আর কোথাও নাই
আল্লার যত কথা কুরআনে আছে গাঁথা
ফুল হয়ে ফুটে যায়
কুরআন এমন নিয়ামত সবার খুলে যায় কিস্মাত
যদি চাও নিজের ভালো দিলে জ্বালতে চাও আলো
তবে পড়োনা সবাই
কুরআন যারা শোনে কুরআন যারা মানে
তারাই তো ইমানদার
শয়তান পালায় দূরে কুরআন শোনার পরে
করে শুধু চিৎকার
কুরআন এমন হাতিয়ার মুক্তি মিলে যায় সবার
কুরআন এমন মিস্টি সুর শুনলে দুঃখ হয়রে দূর
যার তুলনা কোথাও নাই
এস এম নজরুল বলে এসোনা সকলে
হই কুরআনের পাখি
এবাদাতের মাঝে আল্লা নবীকে পেতে
একই সুরে ডাকি
আল্লা কিসে খুশি হয়
কুরআন সবি বলে দেয়
বেবী নাজনীনের আরমান
হতে হাফিজে কুরআন
দোয়া করোনা সবাই