Song Lyrics :
প্রতিদিন সারারাত ঘুম আসেনা
শুধু ভাবি কবে যাবো পাক মদিনা
যার শুভশাম জপি সেই নাম
সেই দেবে দাম মেটাবে বাসনা
দুনিয়ায় সাজানো সামানা কত
চারিদিকে গোছানো মনের মতো
যে যেটা চায় সে সেটা নেয়
ভেসে যায় আবীর কত শত
আনমি শুধু চাই নবী দয়াময়
হওগো সহায় আর কিছু চাহিনা
গোবরে পোকা সে মধু না খায়
মৌমাছি গোবরে মুখ না লাগায়
কর্ম গুনে ফল পাওয়া যায়
ভালো আর মন্দ সবি বোঝা যায়
তকদিরে যার লাগানো মোহর
জানি সেই চোর চুরি ছাড়েনা
নিঃস্ব গরীব আমি তবুও সুখী
নবীজির প্রেমেতে ডুবে থাকি
নজরুল হাশরে মূল্য পাবি
দেখতে পাবি সেই নূরী ছবি
বান্দা খোদার থাকনা বিভোর
আসবে খবর পাবিরে ঠিকানা