Song Lyrics :

প্রতিদিন সারারাত ঘুম আসেনা

শুধু ভাবি কবে যাবো পাক মদিনা

যার শুভশাম জপি সেই নাম

সেই দেবে দাম মেটাবে বাসনা 


দুনিয়ায় সাজানো সামানা কত

চারিদিকে গোছানো মনের মতো

যে যেটা চায় সে সেটা নেয়

ভেসে যায় আবীর কত শত

আনমি শুধু চাই নবী দয়াময়

হওগো সহায় আর কিছু চাহিনা


গোবরে পোকা সে মধু না খায়

মৌমাছি গোবরে মুখ না লাগায়

কর্ম গুনে ফল পাওয়া যায় 

ভালো আর মন্দ সবি বোঝা যায় 

তকদিরে যার লাগানো মোহর

জানি সেই চোর চুরি ছাড়েনা


নিঃস্ব গরীব আমি তবুও সুখী

নবীজির প্রেমেতে ডুবে থাকি

নজরুল হাশরে মূল্য পাবি

দেখতে পাবি সেই নূরী ছবি

বান্দা খোদার থাকনা বিভোর

আসবে খবর পাবিরে ঠিকানা

Baby Najnin
ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ
বই পড় ভাই বই পড় লিরিক্স Boi Poro Vai Boi Poro
বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের হাফেজগন । Quraner Pakhi । কুরআনের পাখি । হাফেজদের নিয়ে গজল
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani
আমি তোমার মতন আপন করে - জাইমা নূর
হুশিয়ার । জাগরণী সংগীত | Hushiar - Kalarab
আমার চলার প্রতি কদম প্রতি পদে পদে লিরিক্স-Shukria Meherban Lyrics
Elo Prio Ramjan । Muhammad Badruzzaman | এলো প্রিয় রমজান । Ramadan Song
সুবহে সাদিক | SUBHE SADIK | সূর্য উঠার পরে যদি | সাইমুম lyrics
আল কুরআনের বানী নিয়ে | Al Quraner Bani Niye | Jaima Noor | Rafa