Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC02Adspw2K1veZkHW4TBvOw/join
12 রবিউল আওয়াল স্পেশাল গজল | Baby Najnin | দোনোজাহান মেতে উঠেছে | Official Video 2021
Title : Donojahan Mete Utheche
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio Recording : SMN studio
Video : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
দোনোজাহান মেতে উঠেছে
আমার নবী ভবে এসেছে
মারহাবা মারহাবা ধ্বনিতে
সারা বিশ্ব পাগল হয়েছে
হুর ফেরেস্তা দেয় নারা জোরে
দরুদ সালামের সুরে সুরে
আম্বিয়া আওলিয়া যত
চাহাত মেটায় আকার দিদারে
নূরে চমকায় দেখি চেহারায়
সারা কোরআন লেখা রয়েছে
রবি শসী তারকা রাশি
সবাই আজকে হয় দারুন খুশি
আল্লাহুম্মা সাল্লেআলা গায়
পাহাড় পর্বত সাগর ও নদী
আঠারো হাজার মাখলুকাত
মুক্তির পথ পেয়ে গিয়েছে
আলিয়াতে ফুটেছে আলো
তৌহিদ বাতি হয় ঝলোমলো
নবীর উম্মত আছো গো যারা
সাল্লেআলা সবাই বলো
এস এম নজরুল খোদা জানি
মোদের কবুল করে নিয়েছে