Holy Tune presents Islamic Song : হৃদয় ছোঁয়া নাতে রাসুল সা: । Madinar Bulbul । মদিনার বুলবুল । Nasrullah Irfan । Bangla Gojol
Song: Modinar Bulbul
Singer: Nasrullah Irfan
Lyric: Nazmul Hosen
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Video Director: Faruq Tahir
Lyrics In Bengali
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল
তব নামে গাহি দরুদ সকল সৃষ্টি কূল ।
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল,
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল।
তুমি আসলে যবে ধরাতে
পূর্ণ হল রহমতে। (২ বার)
কাননে কাননে প্রস্ফুটিত হল ফুল
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল।
তুমি পাহাড়ের মত আটল
থেকে রিত্তিকারই ধর্য্য নিয়ে। (২বার)
আকাশ সম হৃদয় দিয়ে ভেঙ্গেছো সবার ভূল।
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল,
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল।
তুমি পথ ভোলারে পথ দেখালে
বাতিল থেকে মুক্তি দিলে।(২ বার)
ফিরে এলো সোনালি দিন ধন্য দু কূল
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল
তব নামে গাহি দরুদ সকল সৃষ্টি কূল।
প্রিয় রাসুল তুমি নির্ভুল মদিনারই বুলবুল (৩ বার)