পথ চলার গান | অশ্রু না ঝরলে | POTH CHOLAR GAN | ASHRU NA JHORLE | ABDULLAH AL NOMAN | SAIMUM- সাইমুম

গান: পথ চলার গান
শিল্পী: আব্দুল্লাহ আল নোমান

কথা: নাজমুল বিন আশশাব
সুর: নাজমুল বিন আশশাব 
       জুলকার নাইন

অ্যালবাম: লা তুশরীক বিল্লাহ
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

 লিরিক্স
অশ্রু না ঝরলে বুঝবে কি ভাবে বলো
একটি হাসির কতো দাম ?
দুঃখের সাগরে না ভাসলে কি ভাবে বলো
জানবে সুখের কি আরাম ?
যদি সঙ্কটে না ধরে চিরদিন তোমারে 
বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম।।

নিজেই নিজেরে সবরের  মাঝে রেখে 
গড়ে নিতে হয়।
কখনো আবারও জেতার তাগিদে কভু 
হেরে যেতে হয়।
যদি ব্যার্থতা না আসে নিন্দুক না হাসে
সাফল্য আসবে কি তোমার লাগাম ।।

যদি আঁধারই বা না থাকে
এ আলোর মূল্য কি বলো
বহু পথ আছে হায়
পথ ভুলে যাও তাই
পিছুটান পিছে ফেলে চলো।

অপবাদ গালাগালি কুৎসা রটালে কভু
থেমে যেতে নেই।
প্রেরনা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা
তার ভেতরেই
যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে
ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম।।
আলহামদুলিল্লাহ । জাইমা নূর
জাগো জাগো সব মুজাহিদ দল লিরিক্স- Jago jago sob mujahid dol lyrics
নীল আসমান সবুজ পৃথিবী লিরিক্স-Neel Asman Sobuj Prithibi Gojol
মুসাফির লিরিক্স-Musafir Gojol
আমরা ছড়াই ফুলের ঘ্রাণ লিরিক্স-AMRA CHORAI PHULER GHRAN LYRICS
ঢাকা শহর আজব ঢাকা- Dhaka shohor Ajob Dhaka
কুরআন নিয়ে অসাধারণ একটি গজল । QURAN । قرآن । কুরআন । Abu Rayhan & Husain Adnan
শবেকদর- Shab-E-Kadar
আমার নবীর শান- Amar Nabir Shan
কাদেঁ মন গরিবের যখন - Kande Mon Goriber Jokhon