পায়ে হেঁটে হজ্ব | Baby Najnin | New Gojol 2022 | Shihab Chottur | শিহাব চতুর
Title : Paye Hete Hajj
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
পায়ে হেঁটে হজ্ব করায় আল্লাহ খুশী হয়
আছে এমন বান্দা কিছু আজো বেঁচে দুনিয়ায়
ইসলামেরই পাঁচটি খুঁটি
পাঁচটি আলোর পথ দেখায়
কলমা নামাজ জাকাত রোজা হজ্ব
এই পাঁচটিকেই তো বোঝায়
এই পাঁচেরী ভেদ বুঝবে যেজন
নসীব এমন হয় কজনার আল্লাহর ভয়ে বুক কাঁপে
ভালোবেসে আল্লাহ তাকে ডেকে নেন নিজেক কাছে
সেই বান্দার তরে রহমাতেরী বন্ধ দুয়ার খুলে যায়
নজরুল বসে শিহাবেরী দোয়া বুঝি কবুল হল
দুনিয়াকে সে পিছে ফেলে আল্লারই মেহমান হল
জন্ম তোমার স্বার্থক হল এমন জীবন কজন পায়