New Official Video 2023

Holy Tune presents Islamic Song : নতুন গজল । Oporup Sristi Tomar । অপরুপ সৃষ্টি তোমার । Imranul Farhan । Holy Tune । Kalarab   


Song : Oporup Sristi

Tune & Singer : Imranul Farhan

Lyric : Afroza Urmi

Record Label : Holy Tune Studio

Sound Design : Sayed Hasanat

Video Director : Ismail Afeef

Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman


Lyric


অপরুপ সৃষ্টি তোমার প্রভু,

দেখিলে ভোরে যায় মন

পাখিদের গুনজুন, সাগরের কলধনী,

শুনেলে জুরিয়ে যায় প্রান- ১


সবি যে প্রভু তোমারি দান

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান-২

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান-২


রঙ ধনু সাত রঙ ভাসে আকাসে

ফসলে সুগন্ধ মিশে বাদাশে-২


তারা ভরা রাতটাও গায় -২

তোমারি গুনগান


আল্লাহ মহান তুমি আল্লাহ মহান-২

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান-২


তোমারি মহিমা লেখা শেষ হবে না

তোমায় তো কভু ভুলা যায় না-২


সারা জাহানের মালিক তুমি-২

সবি তোমারি দান

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান-২

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান-২


আল্লাহ মহান তুমি আল্লাহ মহান-২

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান-২

Holy Tune