Holy Tune presents Islamic Song : কোরআন অবমাননার প্রতিবাদে জাগরণী গজল । Buke Al Quran । বুকে আল কুরআন । Kalarab Shilpigosthi
Song : Buke Al Quran
Singer : Omar Abdullah, Abir Hasan & Imranul Farhan
Lyric : Junaira Nuha
Tune : Imranul Farhan
Record Label : Holy Tune Studio
Video Edit : Tawhid Jamil
Lyrics In Bengali
ঐ শোন আজ চিৎকার করে ডাকছে আল-কোরআন
পাপিষ্ঠ দল খোদার বাণী করছে অপমান
বজ্রকন্ঠে আওয়াজ তুলে হওরে আগুয়ান
মুষ্টিবদ্ধ হাত তুলে লও বুকে পাক কুরআন।
দিলে আল-কুরআন খুদার মহা সৃষ্ট গান
মুসলিম সবে জীবন দিবে হইলে অপমান
আমরা সদা চুপ থাকি ভাই, শান্ত সমাজে চাই সবাই
দুষ্টলোকে শত্রু সবার, সুখের পশু দেয় জবাই
কোন সাহসে ধরছে ওরা তুচ্ছ হাতে আল-কোরআন
ভাবছে ওরা যাচ্ছি ভুলে কোরআন মদের সংবিধান
কোন সাহসে ধরছে ওরা তুচ্ছ হাতে আল-কোরআন
ভাবছে ওরা যাচ্ছি ভুলে, কোরআন মদের সংবিধান
কোরআন মদের সংবিধান
কোরআন মদের সংবিধান
দিলে আল-কুরআন খুদার মহা সৃষ্ট গান
মুসলিম সবে জীবন দিবে হইলে অপমান
বেইমানেরা ভাবছে বসে কন্ঠ আজি বন্ধীরে
সুযোগ বুঝে শয়তানেরা নিচ্ছে কুরআনে মন্দিরে
দেখ তাহলে গর্জে ওঠা মুসলমানের সজাগ দল
বীন কাসিমার আইউবিদের বির সিপাহির শক্তি বল ।
দেখ তাহলে গর্জে ওঠা মুসলমানের সজাগ দল
বীন কাসিমার আইউবিদের বির সিপাহির শক্তি বল
বীর সিপাহির শক্তি বল
বীর সিপাহির শক্তি বল
দিলে আল-কুরআন খুদার মহা সৃষ্ট গান
মুসলিম সবে জীবন দিবে হইলে অপমান
হইলে অপমান
হইলে অপমান