Holy Tune presents Islamic Song : চমৎকার ইসলামী সংগীত । Oi Dur Simanay । ঐ দূর সীমানায় । Hujaifa Islam । New Bangla Islamic Song
Song : Oi Dur Simanay
Singer : Hujaifa Islam
Lyric & Tune : M kamruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuz Alom
Video Director : H AL Haadi
ওই দুর সীমানায়
আকাশের নীলিমায় (২)
যেখানে সাদা বক ডানা মেলে
উড়ে উড়ে চলে যায়
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
হারিয়ে যেতে কোনো অজানায়
ঐ দূর সীমানায়
রুদ মাখা চৈতের অলস দুপুরে
উদাসীন মন আমার হারায় সুদূরে (২)
আঁকাবাকা মেঠো পথ পেছনে ফেলে
আঁকাবাকা মেঠো পথ পেছনে ফেলে
মন ছুটে চলে দুর মাদিনায়
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
হারিয়ে যেতে কোনো অজানায়
অই দুর সীমানায়
কোকিলের কুহু কুহু সুরের মায়ায়
মধুর মায়া ডুরে বাধে আমায় (২)
চেনা যত সুর আছে লাগে অচেনা
চেনা যত সুর আছে লাগে অচেনা
আযানের সুরে যদি ডাকে আমায়
হারিয়ে যেতে কোন অজানায়
অই দুর সীমানায়
আকাশের নীলিমায়
যেখানে সাদা বক ডানা মেলে,
উড়ে উড়ে যায়
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
হারিয়ে যেতে কোনো অজানায়