দাজ্জালকে রুখতে ইমাম মাহদীর আগমনBaby Najnin | O Imam Mahdi | New Heart Touching Gojol
Title : O Imam Mahdi
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Collected
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
ও ইমাম মেহদী জলদি এসো না
জালিমের এ জুলুম সইতে পারিনা
ভরে গেছে অত্যাচারে সারা বিশ্বজুড়ে
চলছে হাহাকার প্রতি ঘরে ঘরে
সুদ ঘুষ ব্যভিচার লোভ লালসায় পড়ে
মানুষ হয়ে মানুষকে দিচ্ছে নিঃস্ব করে
মানুষ হয় অমানুষ দেখে যায়না চেনা
বাজারেতে চলে এমন বেচাকেনা
বলেন নবী কিয়ামাতের ৭০আলামাত আছে
তার মধ্যে ঐ ৬৫টি টা পার হয়ে গেছে
এবার তুমি আসবে জানি সময় খুব নিকটে
তৈরী হয়ে যাওনা মোমীন যারা থাকবে সাথে
দলাদলি ভুলে এক হয়ে সব যাওনা
কালো পতাকাতে নাম লিখিয়ে দাওনা
নজরুল তোমার নসীবে লেখা যদি থাকে
ইমামে মেহদির হাতে জীবন দিও শুফে
ইমানের সাথে জেনো মউত তোমার হবে
হাসতে হাসতে জান্নাতে পৌঁছে তুমি যাবে
দাজ্জালেরী ফিতনা হতে ঐ বাঁচনা
ইমাম মেহদী আসছে তারী থাকনা