কোরআনের জন্য শহীদদের স্মরণে | নীহারিকা জোছনায় | NIHARIKA JOCHNAI | কোরআন দিবস | সাইমুম | SAIMUM

গান: নীহারিকা জোছনায়

গীতিকার: আবু তাহের বেলাল

সুরকার: রাআদ ইজামা

-------------------------------------

****** লিরিক্স ******

       কোরআন দিবসের গান

নীহারিকা জোছনায় হাসে অবিরাম

দখিনায় দোল খায় এক থোকা নাম,

ওরা নীল ঝরোকায় সুগন্ধি কফিন-

সুরভিত বাগিচায় ফুল অভিরাম।।


কোরানের সম্মানেই লিখে দিলো প্রাণ

ঢেলে দিলো পাঁজরের তরতাজা খুন,

আজো পাই পোড়া সেই বারুদের ঘ্রাণ

বুকে জ্বলে অবিরত ক্ষোভের আগুন।

জীবনের বিনিময়ে জান্নাতী উঠোনে

নিশ্চিত লিখেছে ওরা সুখ পরিণাম।।


প্রিয় শহীদ সেলিম রাশিদুল হক 

কিশোর শীষ মোহাম্মদ শাহাবুদ্দীন,

আলতাফ নজরুল মোক্তার হোসেন

আলোকিত ফুল আরো শহীদ মতিন।।


ওরা পাবে কুসুমিত ঘাঁসের জাজিম

শারাবান তাহুরার সুখের নহর 

চোখের প্রশান্তি দেবে রাব্বুল আজিম,

নিরাপদ পাবে ওরা ঘুমের শহর।

বৃথা যেতে পারে নাতো ওদের কাহিনী-

রাজপথে ঝরে পড়া কপালের ঘাম।।

উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের লিরিক্স -uttape uzzal roktim somoye lyrics
সুবহানআল্লাহ লিরিক্স-Subhanallah Gojol Gazi Anas Rawshan
শুকরান আল্লাহ লিরিক্স-Shukran Allah Gojol Gazi Anas
ওগো মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত লিরিক্স-Ei Dhoronir Srestho Neyamat
আমরা ছড়াই ফুলের ঘ্রাণ লিরিক্স-AMRA CHORAI PHULER GHRAN LYRICS
অনাবিল সুখের পরশে হাসছে হৃদয় পাড়া লিরিক্স Ya Ramadan | ইয়া রমাদান | Kalarab Shilpigosthi
রিম ঝিম ঝিম বর্ষা | RIM JHIM JHIM BORSHA | RAINY SONG lyrics
মা গো আমার অনেক কিছু | Mago Amar Onek Kichu | সাইমুম শিল্পী গোষ্ঠী
ওস্তাদ তাফাজ্জল হোসাইন খানের গায়কীতে দেশের গান | হাজার নদীর দেশ | HAJAR NODIR DESH | সাইমুম | SAIMUM
Golap Nilam | হৃদয় ছোঁয়া নাতে রাসুল | গোলাপ নিলাম গাঁদা নিলাম | Abu Ubayda