কোরআনের জন্য শহীদদের স্মরণে | নীহারিকা জোছনায় | NIHARIKA JOCHNAI | কোরআন দিবস | সাইমুম | SAIMUM
গান: নীহারিকা জোছনায়
গীতিকার: আবু তাহের বেলাল
সুরকার: রাআদ ইজামা
-------------------------------------
****** লিরিক্স ******
কোরআন দিবসের গান
নীহারিকা জোছনায় হাসে অবিরাম
দখিনায় দোল খায় এক থোকা নাম,
ওরা নীল ঝরোকায় সুগন্ধি কফিন-
সুরভিত বাগিচায় ফুল অভিরাম।।
কোরানের সম্মানেই লিখে দিলো প্রাণ
ঢেলে দিলো পাঁজরের তরতাজা খুন,
আজো পাই পোড়া সেই বারুদের ঘ্রাণ
বুকে জ্বলে অবিরত ক্ষোভের আগুন।
জীবনের বিনিময়ে জান্নাতী উঠোনে
নিশ্চিত লিখেছে ওরা সুখ পরিণাম।।
প্রিয় শহীদ সেলিম রাশিদুল হক
কিশোর শীষ মোহাম্মদ শাহাবুদ্দীন,
আলতাফ নজরুল মোক্তার হোসেন
আলোকিত ফুল আরো শহীদ মতিন।।
ওরা পাবে কুসুমিত ঘাঁসের জাজিম
শারাবান তাহুরার সুখের নহর
চোখের প্রশান্তি দেবে রাব্বুল আজিম,
নিরাপদ পাবে ওরা ঘুমের শহর।
বৃথা যেতে পারে নাতো ওদের কাহিনী-
রাজপথে ঝরে পড়া কপালের ঘাম।।