শিশুশিল্পীদের নতুন ইসলামী সংগীত । নেই কেহ আল্লাহ্‌ ছাড়া-Nei Keho Allah Chara

Song : Nei Keho Allah Chara

Singer : Fazle Elahi Sakib & Abdullah Mushtak

Lyric & Tune : Imtiaz Masrur

Record Label : Holy Tune Studio


Lyric 


নেই কেহ নেই , আল্লাহ ছাড়া

অতল অসীম যার করুনা ধারা..

নেই কেহ নেই , আল্লাহ ছাড়া

অতল অসীম যার করুনা ধারা।

যার প্রেমে সুশােভিত নিখিল জাহান..

যার প্রেমে সুশােভিত নিখিল জাহান..

নিরবধি গায় তার ই গুণগান


আল্লাহ আল্লাহ আল্লাহ মহান....

আল্লাহ আল্লাহ আল্লাহ মহান....


আঁধারের বুক ছেড়ে দীপ্ত কিরণ

হেসে উঠে রাঙাই.. ভুবন..

অধরা হওয়ার মাঝে শীতল প্রীতি . .

ছুঁয়ে যাই প্রতিটি জীবন

আঁধারের বুক ছেড়ে দীপ্ত কিরণ

হেসে উঠে রাঙাই.. ভুবন..

অধরা হওয়ার মাঝে শীতল প্রীতি . .

ছুঁয়ে যাই প্রতিটি জীবন

যার প্রেমে সুশােভিত নিখিল জাহান..


যার প্রেমে সুশােভিত নিখিল জাহান..

নিরবধি গায়, তার ই গুণগান..


আল্লাহ আল্লাহ আল্লাহ মহান...

আল্লাহ আল্লাহ আল্লাহ মহান...


বিরান মাঠে জাগে সুখের ফসল


ঢেউ এ ঢেউ এ কেড়ে নেয় মন..

শ্যামল মমতা মাখা বনবনানী

ফুলে ফলে সাজে অনুক্ষণ।

বিরান মাঠে জাগে সুখের ফসল

ঢেউ এ ঢেউ এ কেড়ে নেয় মন..

শ্যামল মমতা মাখা বনবনানী

ফুলে ফলে সাজে অনুক্ষণ।


যার প্রেমে সুশােভিত নিখিল জাহান..


যার প্রেমে সুশােভিত নিখিল জাহান..

নিরবধি গায় তার ই গুণগান..

আল্লাহ আল্লাহ আল্লাহ মহান..

আল্লাহ আল্লাহ আল্লাহ মহান..

আল্লাহ আল্লাহ আল্লাহ মহান..

Holy Tune