এমন গজল আগে কখনো শোনেননি | Baby Najnin | ফজরের নামাজ কেন পড়বেন | Latest Gojol 2022
Title : Namazete Ato Moja
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
নামাজেতে এত মজা কে জানিত হায়
নামাজ পড়িয়া দেখি শান্তি ফিরে পাই
লেকে বলে স্বপ্নেতে সুখ শান্তি কবরে
সত্যি কথা নয়রে এটা বলি সবারে
ওরে প্রমান তার দিতে পারি মিথ্যা বলি নাই
ফজরের নামাজ দেখ করিয়া আদায়
ফজরের নামাজ এমন শান্তি এনে দেয়
খোদার কাছে চাইলে দোওয়া কবুল হয়ে যায়
মনেতে শান্তি আসে দেহে আসে বল
গ্লানি যত দূর হয়ে যায় চোখে এলে জল
দোওয়া তোর কবুল হবে বলে দয়াময়
কে জানে কখন যে তোর ডাক এসে যায়
দয়াময় আল্লাতায়ালা করে করুনা
বলে যা চাইবি দেব নিরাশ হবিনা
এ সুযোগ ছেড়ে যারা দূরে দূরে রয়
জীবনে কষ্ট তাদের কুঁড়ে কুঁড়ে খায়
এস এম নজরুল বলি ভাই আজকে ফজর হতে
এসো সবাই পড়ি নামাজ ঘুম হতে জেগে