গান: মুনাফিক

কথা: গাজী নয়ন ইসলাম 

সুর: মশিউর রহমান

পরিবেশনায়: শিশু বিভাগ,সাইমুম

****** লিরিক্স ******

-------------------------------------

ওয়াদা দিয়ে কাজ করেনা 

কথা রাখার ধার ধারে না 

মিথ্যা যার কাছে যেন অতি স্বাভাবিক

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।


কেউ কখনো যতন করে রাখলে আমানত 

খুব সাধারন তারই কাছে করে খেয়ানত

মিথ্যা ঘিরে থাকে যাহার কথার চতুর্দিক ।


কথার খেলাপ হয় যে তাহার কেবল বারে বারে 

মিথ্যা এবং বরখেলাপি নিত্য ব্যবহারে


ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার

কাজের সাথে মিল থাকেনা মুখের ব্যবহার 

কথা রাখার ব্যাপারে যে নয়কো আন্তরিক । 



******** SUBTITLE ********

-------------------------------------------------

He, who doesn’t suit the action to the word

and word to the action

He, who does tell lies very easily

Be sure that he is a munafiq (double player)

 

If someone entrusts him with something

He does embezzle it unhesitatingly

His words are full of false promises

 

He breaks his promises again and again

And false and fraudulence dominate his manner

 

The very nature of him is breaking promises

He doesn’t match his actions with his words

And is not cordial at all in keeping promises

ভাইসা গেছে বুকের ধন | Vaisha Geche Buker dhon | Abu Ubayda
আমার যখন ফুরাবে দিন লিরিক্স Amar Jokhon Furabe Din
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
বালাগাল উলা বি কামালিহি | Balagal Ula Bi Kamalihi lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
প্রতিটি মুমিনের রক্ত কনিকায় লিরিক্স-Soibona Nobir Opoman Lyrics
মদিনায় ফুটলো প্রেমের ফুল লিরিক্স-Madinay Futlo Premer Ful
সুরের কুমকুম - Surer Kumkum | Abu ubayda
তোমাদের কাছে এসেছি আমি দূরের কন্ঠস্বর - জাইমা নূর । Tomader Kache Eshechi । Jaima Noor
টাকা নিয়ে ফাটাফাটি গজল - Baby Najnin - Taka O Taka Re - New Official Video
আল্লাহ মহান তুনি মালিক করি তোমার গুনগান-allah mohan tumi malik kori tomar gunogan