সাইমুমের নতুন কুরবানীর গান | MONER MINAR | মনের মিনার | SAIMUM SHILPIGOSTHI | NEW EID SONG 2022
গান: মনের মিনার
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: রাআদ ইজামা
পরিবেশনায়: সংগীত বিভাগ, সাইমুম
মনের মিনারে শহীদী আজান
কুরবানী তার নাম
সুরের দোলায় দুলতে দুলতে
ইতিহাসে ফিরলাম!
পিতা-পুত্রের অমর কাহিনী—
সমর্পনের বাণী—
কুরবানী! কুরবানী॥
জীবন-পাতায় যত রূপ আছে
আছে যত আলপনা
সব কিছুতেই মাবুদ-প্রেমের
থাকে যদি জাল বোনা—
তবে সে জীবন ইবরাহীমের
ত্যাগের মহিমা নিয়ে
কলিজার ধন বিলিয়ে দিয়েও
ফেলে না চোখের পানি—
কুরবানী! কুরবানী॥
পশু তো শুধুই প্রতীক এখানে
তাকওয়া হলো মূল;
লোক দেখানোর ক্ষুদ্রতা যার,
তার কুরবানী ভুল।
বেদনা-বিধুর পথ পাড়ি দিয়ে
ছুটে চলে কেউ যদি
হাহাকারভরা বুকে দোল খায়
ঈমানের ঢেউ-নদী—
তবে সে-ই পারে ইসমাঈলের
সবরের রং মেখে
নিজের রক্তে প্রদীপ জ্বালিয়ে
সাজাতে চেরাগদানি—
কুরবানী! কুরবানী॥
আপনার মতামত লিখুন