Holy Tune presents Islamic Song : হৃদয় তোলপাড় করা মরমি গজল । Miche Jibon । মিছে জীবন । Hujaifa Islam Kalarab


Song : Miche Jibon 

Singer : Hujaifa Islam

Lyric & Tune : Ainuddin Al Azad

Record Label : Holy Tune Studio

Sound Design : Mahfuzul Alam

Video Director : H Al Haadi


Miche Jibon Gojol Lyrics In Bengali


মিছে এই জীবনের রংধনুটা

মুছে যাবে একদিন জেনে নাও

থাকতে সময় খোদার রাহে 

নিজের জীবনটা সপে দাও।


এ ধরার মিছে মায়া বন্ধন

ভালোবাসা মিছে এই ক্রন্দন

ভেঙে যাবে একদিন এই ঘ

থাকবে না চিরদিনই বাসর।


জীবনের এই পরিনতি 

সর্বদা সবখানে মেনে নাও

মিছে এই জীবনের রংধনুটা। 


মুছে যাবে একদিন জেনে নাও 

থাকতে সময় খোদার রাহে 

নিজের জীবনটা সপে দাও।


কত আর করবে বাড়ি-গাড়ি

পরে রবে যত সব গহনা-শাড়ি

মুছে যাবে এ সকল অহমিকা

যেতে হবে শুধুই একা একা।


সব ভুলে রূজু হও খোদার পথে

মুক্তির পথ যদি পেতে চাও

মিছে এই জীবনের রংধনুটা। 


মুছে যাবে একদিন জেনে নাও

থাকতে সময় খোদার রাহে 

নিজের জীবনটা সপে দাও।

Holy Tune