চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ Meshker Ghran | মেশকের ঘ্রাণ | সাইমুম শিল্পীগোষ্ঠী

 লিরিক্স 


গানঃ মেশকের ঘ্রাণ

কথাঃ নুরুজ্জামান শাহ্

সুরঃ নিয়ামুল হোসেন


চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ

মনগুলো হয়ে গেছে মোতির বাগান

উঠোন ভরেছে শুধু রহমের ফুলে

বারাকার সুর তোলে এলো রমাদান।।


মালিক দিয়েছে এঁটে আগুনের দোর

এবার ফোঁটাও চোখে নাজাতের ভোর

শয়তান কারাগারে দু'পায়ে শেকল

এসো গাই একসাথে তাকওয়ার গান।।


সিয়ামের দিন আর কিয়ামের রাত

নেকিফুলে ভরে নাও এসেছে বরাত

এই মাস চলে গেলে আমল বিহীন

পাবো না নাজাত আর যতো তুলি হাত!


সেজেছে নতুন করে বাগিচার ঘর

রোজাদার পাবে শুধু রাইয়ানী বর

পোড়াও এমন করে গুনার পাহাড়  

মালিকের হাতে যেন মেলে প্রতিদান।।

মনে মনে যিকির সদা Mone Mone Zikir lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী
ঘুম মানে মৃত্যুর চুম । জাইমা নূর
ওরে মায়ের মতোন এতো আপন কোথাও পাবেনা- ore Maayer moton ato apon kothao pabena
নীল আসমান সবুজ পৃথিবী লিরিক্স-Neel Asman Sobuj Prithibi Gojol
চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর
রমজানের নতুন গজল ২০২৩-new ghazal of ramadan-2023
এলো মাহে রমজান-Elo Mahe Ramzan
আকাশের ধারা আর উজানের ঢল হে মালিক ক্ষমা চাই আর কতো জল। জাইমা নূর
আমার যখন পথ ফুরাবে লিরিক্স- amar jokhon poth furabe lyrics
আমলে হও রাজা-Amole Hou Raza Gojo Humayra Afrin Era