মাটির দেহ মাটি হবে | Baby Najnin | হৃদয়স্পর্শী মরমী গজল | Matir Deho Mati Hobe | নতুন গজল 2021
Title : Matir Deho Mati Hobe
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
মাটির দেহ মাটি হবে মাটি হবে বিছানা
মন.... কেন বোঝনা
রূপের গুমার দেখাইওনা অহংকার মনে রেখনা
সচল যখন অচল হবে পথ খুঁজে পাবেনা
ওরে দমের কাটা বন্ধ হলে দম আর নেবেনা
টিকটিক আর সে বলবেনা
রবে পড়ে জমিদারি সাজানো সংসার
আসবেনা কেউ খোঁজে আমার আত্মীয় পরিবার
ওরে কি হবে মোর মরন পরে খবর রাখিনা
কাটে করে বাহানা
কত এলো কত গেলো সে পথের পথিক হয়ে
ভাবনা মন কেন তুমি - কি যাবে সেথা নিয়ে
ওরে পারের কড়ি থাকলে ভারী ভয় তো রবেনা
খালি হাতে যাবে নজরুল হাতটি মুঠো করে
কেমন করে থাকবিরে তুই বাতি সাথী নেই যে ঘরে
পোকামাকড় খাবে তোরে একাকিনী পেয়ে
কে করিবে মদত সেথা গিয়ে যে তোর হয়ে
তবে আমল যদি থাকে রে তোর
কেউ তোরে ছোঁবেনা
তোর চিন্তা রবেনা