Song Lyrics :


জামানা বদলে গেছে নেই আর আগের মতো

তুমি দেখ আমি বলি। 

সবাই আজ উল্টো চলে উল্টো সব কথা বলে

এটা যুগ কলি। 

না এতো মিথ্যা কথা না একটু তুমিও ভাবোনা  

টাকা কড়ি বাড়ি গাড়ি ছাড়া কেউ কিছুই বোঝেনা। 


 ভুলেরই পাহাড়  সমাজে বেড়েছে। 

মানবতা আজ অচিরে হেরেছে। 

মানুষের হাতটা খুনেতে  রাঙানো। 

লোভ লালশায় বিবেকটা ডোবানো। 

অজানা দিশা তে সকলের আগমন। 

সত্য কে ঢেকেছে মিথ্যার আবরণ। 

 

যুবক আজ জানেনা আপনার দামটা। 

ভুলে গেছে তার করণীয় কামটা। 

মেতেছে ফোন গেম ম্যাসেনজার টুইটারে। 

তাদের অবহেলায় সমাজের ভিত নড়ে। 

দিশাহারা প্রাণ ঘরে ঘরে বাড়ছে। 

মুখে হাসি থাকলেও সুখকেও কাড়ছে।

Baby Najnin
বাংলা নাতে রাসুল সাঃ । Chokher Jole । চোখের জলে
যার করুণায় জীবন সবার যার হাতে মরণ লিরিক্স-Jar korunay jibon sobar
পায়ে হেঁটে হজ্ব করায় আল্লাহ খুশী হয়- Paye Hete Hajj koray allah khushe hoy
নতুন ইসলামী সংগীত । Priyo Banda । প্রিয় বান্দা | Arif Arian Kalarab
যখন আমি ছোট্ট ছিলাম লিরিক্স -Jokhon Ami Chotto Chilam Lyrics
মন থেকে অগোচরে যা কিছু মুছে যায় Mon Theke Ogochore । Nawshad Mahfuz
মালিক রে ভুলিয়া লিরিক্স-Malikre Vulia Kalarab
Hasbi Rabbi Jallallah – My Lord Allah is enough for me
বালাগাল উলা বি কামালিহি | Balagal Ula Bi Kamalihi lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
আমরা শিশু দল লিরিক্স-Amra Shishudol