Song Lyrics :
জামানা বদলে গেছে নেই আর আগের মতো
তুমি দেখ আমি বলি।
সবাই আজ উল্টো চলে উল্টো সব কথা বলে
এটা যুগ কলি।
না এতো মিথ্যা কথা না একটু তুমিও ভাবোনা
টাকা কড়ি বাড়ি গাড়ি ছাড়া কেউ কিছুই বোঝেনা।
ভুলেরই পাহাড় সমাজে বেড়েছে।
মানবতা আজ অচিরে হেরেছে।
মানুষের হাতটা খুনেতে রাঙানো।
লোভ লালশায় বিবেকটা ডোবানো।
অজানা দিশা তে সকলের আগমন।
সত্য কে ঢেকেছে মিথ্যার আবরণ।
যুবক আজ জানেনা আপনার দামটা।
ভুলে গেছে তার করণীয় কামটা।
মেতেছে ফোন গেম ম্যাসেনজার টুইটারে।
তাদের অবহেলায় সমাজের ভিত নড়ে।
দিশাহারা প্রাণ ঘরে ঘরে বাড়ছে।
মুখে হাসি থাকলেও সুখকেও কাড়ছে।