New Official Video 2023

Holy Tune presents Islamic Song : ৪ বছরের শিশুর অবাক করা গজল । Mago Tomar Chobi Aka । মাগো তোমার ছবি আঁকা   


Song : Mago Tomar Chobi Aka

Singer : Rufaida Tarannum

Lyric : Saeed Usman

Tune : Muhammad Badruzzaman

Record Label : Holy Tune Studio

Video Edit & Colour : Tawhid Jamil

Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman


Lyrics


মাগো, তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা

মাগো, তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা

আমি বড়োই ভালোবাসি, মাগো, বড়োই ভালোবাসি


মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি

মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি


শেষ বিকেলে মেঘের ঘুড়ি, যায় ছড়িয়ে সুর মাধুরী

শেষ বিকেলে মেঘের ঘুড়ি, যায় ছড়িয়ে সুর মাধুরী

রৌদ্র মেঘের কোলাকুলি কভু চলে পাশাপাশি


মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি

মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি


নীল জোনাকির মায়াবী আলো দূর করে দেয় মনের কালো

নীল জোনাকির মায়াবী আলো দূর করে দেয় মনের কালো

আমার প্রাণে কী সুখ আনে বয়ে যাওয়া হাওয়ার বাঁশি


মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি

মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি


পাখ-পাখালির কণ্ঠ শুনে আমার হৃদয় ছন্দ বুনে

পাখ-পাখালির কণ্ঠ শুনে আমার হৃদয় ছন্দ বুনে

বন-বনানীর সুর লহরি আমায় বানায় পিয়াসী


মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি

মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি


মাগো, তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা

আমি বড়োই ভালোবাসি, মাগো, বড়োই ভালোবাসি


মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি

মাগো, তোমার মুখে ঝরুক রোদমাখা ওই চাঁদের হাসি


মাগো, তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা

মাগো, তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা

Holy Tune