মাদকের মহামিলন 

কথা ও সুর: শফিক আদনান

------------------------

****** লিরিক্স ******

চুলগুলো খাড়া খাড়া জেল দিয়ে স্পাইক করা 

কাক ঠোকরানো ফ্যাশান

বাবা গাঁজা শিশাতে দিন বা রাত কাটে

এইতো হল ট্রেডিশান

মাদকের মহা-মিলন, সমাজের অধঃপতন

ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন ॥


অলিতে গলিতে ঘুরে খায় গাঁজা মদ

মাদকের আড্ডাতে মাতে কত স্পট

Smoking kills or causes cancer

ভুলে তো যায় সব খোঁজে এ্যাডভেঞ্চার

বাবা মার চোখে জল বলে শেষ লাইফ

মাদকের সম্রাজ্যে করে লং ড্রাইভ ॥


ধূমপানে বিষপান মুখেই তো শ্লোগান

মানছে তা কয়জন সমাজে 

পুলিশের গ্রেফতার

বাণিজ্য সমাহার বিক্রি তো চলছেই সহজে

বক্তৃতা সেমিনারে গলাবাজি চিৎকারে 

হয় না তো কেউ সচেতন আর বাবা মা অসহায়

সন্তান শোকে হায় ভেঙ্গে চূরে যাচ্ছে সুখের স্বপন ॥


এদিকে ছেলে মেয়ে পেয়ে falls friends

Whole family তে করে Long Distance

Vodka bear খায় ইয়াবা শ্যাম্পেইন

মানে না command কোন মানে নাতো chain

মাতাল হয়েই বুঝি সাজে stylish

অবশেষে all body হয় যে finish

ইয়ো...ইয়ো....ইয়ো... ইয়ো ॥


ছোটে কোন প্রলোভনে কারণে বা অকারণে

রেজিস্ট্রি করা কোন মদের বারে দেশি বা বিদেশী

কম অথবা বেশি নেশা করে ওপেন বা চুপিসারে

নেই না তো কোন খোঁজ কোথা যায় রোজ রোজ

করি না তো কোন শাসন আর জীবনটা গড়ার আগে

ধ্বংসের মোহ জাগে কেনই বা বেছে নেয় অকাল মরণ ॥

আমার নবীকে যে ভালোবাসে -Amar Nabi K J Valobase
আল্লাহ আল্লাহ গজল লিরিক্স-Allah Allah Gojol Abu Rayhan Kalarab
Karar Oi Lowhokopat । কারার ঐ লৌহকপাট । Kalarab
জীবন বদলে দেওয়া গজলটি শুনুন || Baby Najnin || পৃথিবী || New Official Video 2021
আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান লিরিক্স-Allah Tumi Mohan
তেমন মানুষ মিলবে না আর | Temon Manush | তেমন মানুষ মিলবে না আর | Rafa | Nate Rasul | সাইমুম
মোবাইল নিয়ে যুগোপযোগী গজল - Baby Najnin - মোবাইলের অপব্যবহার - নতুন গজল 2021
মন নরম করার মত গজল । Holud Patar Moto । হলুদ পাতার মতো । Sayed Bin Shafiq
এত শহীদ রক্ত ঢালে লিরিক্স - Eto Shohid Rokto Dhale Lyrics
একটি নাত বলি সবারী জন্য - Baby Najnin