Ma Gojol Lyrics আকাশের তাঁরাগুলো যদি নিভে যায়
আকাশের তারা গুলো যদি নিভে যায়
ঝিকিমিকি আর যদি নাইবা করে । ২
তবে খোঁজবো কোথায় মাগো তোমায়
আলো হীন এই আধারে
আমি ভালোবাসি শুধু তোমারে ওও
আমি ভালোবাসি শুধু তোমারে । ২
জীবনা টা যখন হলো শুরু
তুমি শিখালে মোরে সঠিক দিশা,
কে প্রভু কে রাসুল জানি না যখন
তোমিই তো তখন মিটালে তৃষা । ২
তাই যেও না হারিয়ে মাগো আমায় ছেড়ে
আমি ভালোবাসি শুধু তোমারে ওও..
আমি ভালোবাসি শুধু তোমারে ।
তোমার আদর তোমার সোহাগে
হাটি হাটি পা পা হয়েছি বড়
আমার সুখের তরে পেয়েছো বিষাধ
তবুও আচল দিয়ে আগলে ধর । ২
তাই যেও না হারিয়ে মাগো আমায় ছেড়ে
আমি ভালোবাসি শুধু তোমারে ওও
আমি ভালোবাসি শুধু তোমারে ।
আকাশের তারা গুলো যদি নিভে যায়
ঝিকিমিকি আর যদি নাইবা করে ।২
তবে খোঁজবো কোথায় মাগো তোমায়
আলো হীন এই আধারে
আমি ভালোবাসি শুধু তোমারে ওও
আমি ভালোবাসি তুমারে । ৪