Holy Tune presents Islamic Song : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবাদী গজল । Lagamhin Drobbomullo । লাগামহীন দ্রব্যমূল্য
Song : Lagamhin Drobbo Mullo
Singer : Muhammad Badruzzaman, Omar Abdullah, Salman Sadi, Abir Hasan & Imranul Farhan
Lyric : Fayzul Islam
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Video Director : Tawhid Jamil
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
লাগামহীন দ্রব্যমূল্য গজল
লিরিক্স
দ্রব্যমুল্যের উর্ধগতি গরিবের চোখে জল
নুন আনতে পান্তা ফুরায় ভাঙছে মনোবল ।
দ্রব্যমুল্যের উর্ধগতি গরিবের চোখে জল
নুন আনতে পান্তা ফুরায় ভাঙছে মনোবল ।
বাঁচার সাধ আছে যাদের সাধ্য তাদের নাই
বাঁচার সাধ আছে যাদের সাধ্য তাদের নাই
হায়রে হায়রে হায়!
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
দাম বেড়েছে সব জিনিসের সয়াবিনে আগুন
ডিমের হালি ৪০ টাকা চাল-ডাল যে দিগুন ।
দাম বেড়েছে সব জিনিসের সয়াবিনে আগুন
ডিমের হালি ৪০ টাকা চাল-ডাল যে দিগুন ।
পিঁয়াজের ঝাঁঝে কাঁদছে গরীব
পিঁয়াজের ঝাঁঝে কাঁদছে গরীব
কাকে যে বোঝাই...
হায়রে হায়রে হায়!
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
সবজি কিনি কেজি প্রতি অর্ধশত টাকা
থমকে আছে করোনাতে আয় রোজগারের চাকা ।
সবজি কিনি কেজি প্রতি অর্ধশত টাকা
থমকে আছে করোনাতে আয় রোজগারের চাকা ।
এমন সময় বাজার উত্তাল
এমন সময় বাজার উত্তাল
বল না কোথায় যাই...
হায়রে হায়রে হায়!
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
টিসিবির ঐ পণ্য পেতে দীর্ঘ্য লাইন ধরি
মধ্যবিত্ত গরীব আমি উদর পুরে মরি ।
টিসিবির ঐ পণ্য পেতে দীর্ঘ্য লাইন ধরি
মধ্যবিত্ত গরীব আমি উদর পুরে মরি ।
দ্রব্যমূল্য লাগাম ছাড়া
দ্রব্যমূল্য লাগাম ছাড়া
লাগাম টানেন ভাই...
হায়রে হায়রে হায়!
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে নামতে হবে,
মান ইজ্জত সব খুইয়ে বেঁচে থাকবো ভবে ।
ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে নামতে হবে,
মান ইজ্জত সব খুইয়ে বেঁচে থাকবো ভবে ।
রাষ্ট্রযন্ত্রের অসৎনীতি
রাষ্ট্রযন্ত্রের অসৎনীতি
কুফল শুধুই পাই...
হায়রে হায়রে হায়!
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
হায়রে হায়রে হায়!
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
হায়রে হায়রে হায়!
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।
আমজনতার স্বপ্নগুলো হচ্ছে পুরে ছাই ।