Holy Tune presents Islamic Song : মন ভালো করার মত গজল । Megher Vela । মেঘের ভেলা । Omar Abdullah Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed,
Song : Megher Vela
Lyric, Tune & Singer : Omar Abdullah
Record Label : Holy Tune Studio
Video Director : Faruk Tahir
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
lyrics
কত মেঘের ভেলা ভেসে চলে যায়
দেখনা চেয়ে ঐ দুর নিলিমায়
শীতল শমিরনে জোড়ায় রিদয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
কত মেঘের ভেলা ভেসে চলে যায়
দেখনা চেয়ে ঐ দুর নিলিমায়
শীতল শমিরনে জোড়ায় রিদয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
আ.......
পৃথিবীর বুক জুড়ে শ্যামল ছায়ার নীরে দেখি সে মহান শিল্পীর কারুকাজ
ধরনিটা স্রিজিয়ে ভালবাসা দিয়ে
দিয়েছেন যিনি তাতে মন কারা সাজ
পৃথিবীর বুক জুড়ে শ্যামল ছায়ার নীরে দেখি সে মহান শিল্পীর কারুকাজ
ধরনিটা স্রিজিয়ে ভালবাসা দিয়ে
দিয়েছেন যিনি তাতে মন কারা সাজ
তার ভালবাসাতে
এ জীবন রাঙাতে
তার ভালবাসাতে
এ জীবন রাঙাতে
তার ভালবাসাতে
এ জীবন রাঙাতে
চায় যে আমার এ রিদয়
চায় যে আমার এ রিদয়
কত মেঘের ভেলা ভেসে চলে যায়
দেখনা চেয়ে ঐ দুর নিলিমায়
শীতল শমিরনে জোড়ায় রিদয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
প্রতিটি প্রানের মাঝে দেখিযে সকাল সাজে
রিদয়ে ভরা আছে কতনা মায়া
সে মায়ার বাধনে কত মন কাননে
ঘরে উঠে হাজারো স্বপ্ন ছায়া
প্রতিটি প্রানের মাঝে দেখিযে সকাল সাজে
রিদয়ে ভরা আছে কতনা মায়া
সে মায়ার বাধনে কত মন কাননে
ঘরে উঠে হাজারো স্বপ্ন ছায়া
শুধু তার অনুদানে
সব থাকে যতনে
শুধু তার অনুদানে
সব থাকে যতনে
এ মহান নিকিল বাগিচায়
এ মহান নিকিল বাগিচায়
কত মেঘের ভেলা ভেসে চলে যায়
দেখনা চেয়ে ঐ দুর নিলিমায়
শীতল শমিরনে জোড়ায় রিদয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়
দিয়ে যায় প্রতিপালকের পরিচয়