Holy Tune presents Islamic Song : যে গজলে মুগ্ধ সবাই । Koto Kobi Likheche Kobita । Obaydullah Sayem | Bangla New Islamic Song is sung on Allah's Love . by listening
Song : Koto Kobi Likheche Kobita
Singer : Obaydullah Sayem & Other's
Lyric & Tune : Kawsar Ahmed Sohail
Music Direction : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Director : Farhad Ahmed
Lyric
কত কবি লিখেছে কবিতা,গান গেয়েছে কত শিল্পী। (২)
তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন (২)
দাওনা দেখা প্রিয় হে নবি
মানেনা মানেনা মানেনা,মন মানেনা
তোমার বিরহো আর সয়েনা,,,(২)
রাতের আকাশ আধার হলে
আলো নিয়ে আসে চাঁদ তারা
জিজির গানে নাচে জোনাকিরাও
গন্ধো বিলায় ওই ফুলের পাড়া (২)
তোমার বিরহো জবে রিদয়ে ওঠে (২)
কান্নারা দেয় শুধু যতোনা
মানেনা মানেনা মানেনা, মন মানেনা
তোমার বিরহো আর সয়েনা (২)
তপ্ত পৃথিবী তৃশিতো হলে
মেঘেরা বৃষ্টি হয়ে দেয় চুমি
তোমার অভাব আমি কি দিয়ে পোরায়
তোমার তুলোনা যে শুধুই তুমি (২)
তাই তোমার বিরহো জবে রিদয়ে ওঠে
তোমার বিরহো জবে রিদয়ে ওঠে
কান্নারা দেয় শুধু যতোনা
মানেনা মানেনা মানেনা, মন মানেনা
তোমার বিরহো আর সয়েনা ।(২)
কত কবি লিখেছে কবিতা,, গান গেয়েছে কত শিল্পী,, (২)
তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন (২)
দাওনা দেখা প্রিয় হে নবি।
মানেনা মানেনা মানেনা,মন মানেনা
তোমার বিরহো আর সয়েনা।(২)